Offbeat

Interview Question : মেয়েদের ভিতরে সহজেই ঢুকিয়ে দেওয়া যায় কোন জিনিস?

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে ট্রেন্ডে থাকে নানান জিনিস। বর্তমানে যেমন রয়েছে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর। আসলে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হোক কিংবা ভালো চাকরি পাওয়ার জন্য সন্ধান চালানো হোক সবেতেই প্রয়োজন সাধারণ জ্ঞানের। আসলে বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরে। একজন চাকরি প্রার্থীর বুদ্ধি ঠিক কতটা তা বিচার করার জন্যই এমন প্রশ্ন উত্তরের উপর ভরসা রাখছেন ইন্টারভিউয়াররা।

Humppy.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে আসে একগুচ্ছ সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর। আজকের প্রতিবেদনেও তেমনই অজানা বেশ কিছু প্রশ্ন উত্তরের তালিকা তুলে ধরলাম আমরা। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) কোন বাহিনী সম্প্রতি ত্রিশূল নামক ট্রেনিং অনুশীলন শুরু করল?

  • উত্তর : ইন্ডিয়ান এয়ার ফোর্স।

2) সেন্ট্রাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজারের নাম কী?

  • উত্তর : শ্যামসুন্দর গুপ্ত

3) কোন কোম্পানি লঞ্চ করল ভারতের প্রথম UPI-ATM?

  • উত্তর : Hitachi Payment Service

4) কোন রাজ্য নতুন করে একটি বিল পাস করতে চলেছে?

  • উত্তর : বহুবিবাহ প্রথা বন্ধ করতে বিল পাস করতে চলেছে আসাম।

5) প্রতিবন্ধী শিশুদের জন্য কোন রাজ্য লঞ্চ করলো SABAL Yojna?

  • উত্তর : হিমাচল প্রদেশ

6) কোন শহর পেল Solar City তকমা?

  • উত্তর : মধ্যপ্রদেশের সাঁচি

7) মেয়েদের ভিতরে সহজেই ঢুকিয়ে দেওয়া যায় কোন জিনিস?

  • উত্তর : সন্দেহ (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।