Offbeat

Interview Question : কি সেই জিনিস যা ঢোকানোর সময় থুতু দিয়ে ঢোকাতে হয়?

চাকরি পেতে গেলে চাই পরিশ্রম ও অধ্যাবসা। সরকারি হোক বা বেসরকারি, চাকরি পাওয়ার জন্য যে কোনও ক্ষেত্রেই এখন তুমুল প্রতিযোগিতা চলে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে অনেক রকমের প্রচেষ্টা চালায়। তবে চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শেষ নয়। সবাইকে ইন্টারভিউ (Interview) রাউন্ডের মুখোমুখি হতে হয়। এই ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হওয়া কিন্তু বেশ কঠিন। চাকরিদাতাদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে হয় এই ইন্টারভিউ রাউন্ডে। অনেক সময় সোজা প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে ধরা হয় যা চাকরিপ্রার্থীদের হতভম্ব করে দেয়। কোনো পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই কারণেই আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি কিছু বিশেষ প্রশ্ন উত্তর। চলুন আজ এমনই কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা যাক।

১) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে ভারতীয় সেনা বাহিনীদের অসামান্য অবদানকে সম্মান জানালো কোন দেশ?

উত্তর – ইতালি।

২) ‘মিশন শক্তি স্কুটার’ চালু করলো কোন রাজ্য সরকার?

উত্তর – ওড়িষ্যা রাজ্য সরকার, যেখানে মহিলাদের স্কুটার কেনার জন্য এক লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে।

৩) দেশে জ্যোতি বসুর রেকর্ড ভেঙ্গে কে দীর্ঘ মেয়াদি মুখমন্ত্রীর তকমা পেলেন?

উত্তর – ওড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

৪) ‘INS KIRPAN’ ভারতের যুদ্ধ জাহাজটি কোন দেশকে হস্তান্তর করা হলো?

উত্তর – ভিয়েতনাম।

৫) ২০২৩ সালের ‘Hungarian Grand Prix’ জিতলেন কে?

উত্তর – বেলজিয়ান-ডাচ ড্রাইভার ম্যাক্স ভার্সট্যাপেন।

৬) লাহিরু থিরিমান্নে কোন দেশের ক্রিকেটার?

উত্তর – শ্রীলঙ্কা।

৭) বাসমতি ছাড়া বাইরের দেশকে সমস্ত চাল রপ্তানি বন্ধ করলো কোন দেশ?

উত্তর – ভারত।

৮) ‘মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা’ চালু করলো কোন রাজ্য?

উত্তর – উত্তরপ্রদেশ।

৯) মিনিমাম গ্যারান্টি ইনকাম বিল পাশ করলো কোন রাজ্যের বিধানসভা?

উত্তর – রাজস্থান।

১০) ‘Bharat Dynamics Limited’ -র নতুন চেয়ারম্যান কে?

উত্তর – এ. মাধব রাও।

১১) কি সেই জিনিস যা ঢোকানোর সময় থুতু দিয়ে ঢোকাতে হয়?

উত্তর – চুঁচে সুত ঢোকানোর সময় (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।