Offbeat

Interview Question : কি সেই জিনিস যা ছেলেদের দাঁড়িয়ে থাকে কিন্তু মেয়েদের ঝুলে থাকে?

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে নিশ্চয়ই জানেন এ ধরনের পরীক্ষায় পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রাধান্য দেওয়া হয় সাধারণ জ্ঞানকে। অতীতে যারা সরকারি চাকরির পরীক্ষায় পাস করেছেন তারা কিন্তু সাধারণ জ্ঞান সম্পর্কে যথেষ্ট অবগত। তবে বর্তমান সময়ের তরুণ-তরুণীরা আর সেসব বিষয় নিয়ে চর্চাই করেন না। আর এতেই বাড়ছে বিপদ। কেবলমাত্র সরকারি চাকরি পাওয়ার জন্যই নয় নিজেকে সময় উপযোগী করে তুলতেও বিশেষ প্রয়োজন সাধারণ জ্ঞানের নানান ধরনের প্রশ্ন সম্পর্কে অবগত থাকা।

বর্তমানে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ইন্টারভিউতেও প্রাধান্য দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে। একজন চাকরি প্রার্থীর বুদ্ধি ঠিক কতটা তা বিচার করার জন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। প্রতিদিনের মতোই আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) মানুষের মতোই ভিডিও গেম খেলতে পারে, বলুনতো কোন প্রাণী?

  • উত্তর : বাঁদর।

2) কোন রাজ্যে সবচেয়ে বেশি ফল উৎপন্ন হয়?

  • উত্তর : অসম

3) কলা পাতায় খাবার খাওয়া হয় কোথায়?

  • উত্তর : কেরালা

4) কোথায় প্রথম মহিলা স্কুল চালু হয়েছিল?

  • উত্তর : মুম্বাইতে।

5) কোন রাজ্যের আর এক নাম মশলার রাজ্য?

  • উত্তর : কেরালা।

6) আমাদের দেশে প্রথম কোন সিম কার্ড পাওয়া যেত?

  • উত্তর : BPL মোবাইল কমিউনিকেশন ছিল ভারতের সবচেয়ে প্রথম মোবাইল নেটওয়ার্ক।

7) দুর্গাপুজো সবচেয়ে বড় করে পালিত হয় কোথায়?

  • উত্তর : পশ্চিমবঙ্গে।

8) গরমকালে কোন রঙের পোশাক পরা উচিত নয়?

  • উত্তর : কালো।

9) কি সেই জিনিস যা মেয়েদের ঝুলে থাকে কিন্তু ছেলেদের দাঁড়িয়ে থাকে?

  • উত্তর : চুল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।