Interview Question : কি সেই জিনিস যা মেয়েরা বিয়ের আগে করলে সমাজে বদনাম হয়?

চাকরি পেতে গেলে চাই পরিশ্রম ও অধ্যাবসা। সরকারি হোক বা বেসরকারি, চাকরি পাওয়ার জন্য যে কোনও ক্ষেত্রেই এখন তুমুল প্রতিযোগিতা চলে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে অনেক রকমের প্রচেষ্টা চালায়। তবে চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শেষ নয়। সবাইকে ইন্টারভিউ (Interview) রাউন্ডের মুখোমুখি হতে হয়। এই ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হওয়া কিন্তু বেশ কঠিন। চাকরিদাতাদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে হয় এই ইন্টারভিউ রাউন্ডে। অনেক সময় সোজা প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে ধরা হয় যা চাকরিপ্রার্থীদের হতভম্ব করে দেয়। কোনো পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই কারণেই আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি ইন্টারভিউ বিশেষ প্রশ্ন উত্তর। চলুন আজ এমনই কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা
১) আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কত তারিখে?
- উত্তর – ২৯ শে জুলাই।
২) দিল্লিতে যে বিশ্বের বৃহতম মিউজিয়াম গড়ে উঠেছে তার নাম কি?
- উত্তর – Yuge Yugeen Bharat
৩) SBI-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী কোন বছরে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে?
- উত্তর – ২০২৮ সালে।
৪) সাউথ আফ্রিকার নতুন হাই কমিশনার কে হলেন?
- উত্তর – প্রভাত কুমার।
৫) সম্প্রতি প্রয়াত শিরিশ কানেকার কে ছিলেন?
- উত্তর – মারাঠি ভাষার লেখক।
৬) সিরিয়ার পরবর্তী রাষ্ট্রদূত কে?
- উত্তর – ইরশাদ আহমেদ।
৭) UNESCO Asia pacific award জিতলো ভারতের কোন রেল স্টেশন?
- উত্তর – মহারাষ্ট্রর বাইকুল্লা রেলওয়ে স্টেশন।
৮) টাটা মোটরস -এর নতুন প্রেসিডেন্ট কে?
- উত্তর – রাজেশ কান্নন।
৯) কোন রাজ্যের ডাক্তাররা এবার ৬৫ বছর বয়সে অবসর নেবেন?
- উত্তর – উত্তর প্রদেশ।
১০) Rubaru Mr. India এবার কোন রাজ্য আয়োজন করবে?
- উত্তর – গোয়া।
১১) কি সেই জিনিস যা মেয়েরা বিয়ের আগে করলে সমাজে বদনাম হয়?
- উত্তর – সিঁদুর পড়লে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।