Interview Question : কি সেই জিনিস যা সহজেই মেয়েদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

বিভিন্ন ধরনের চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। আর তাই অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্যের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন-উত্তর সম্পর্কে অবগত থাকা উচিত প্রতিটি চাকরিপ্রার্থীর। আসলে চাকরিপ্রার্থীর বুদ্ধির বিচার করার জন্যই এমন ধরনের প্রশ্ন করা হয় ইন্টারভিউয়ারদের তরফে। এই প্রশ্নগুলি কিন্তু বেশ অদ্ভুত। একটু ভেবে উত্তর না দিলেই পড়তে হবে সমস্যায়।
আসলে একটা সময় পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান বই পড়তাম আমরা। তবে বর্তমানে আর হয় না সেসব নিয়ে চর্চা। আর সে কারণেই সমস্যায় পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। তবে চিন্তা নেই, আপনাদের কথা ভেবে Humppy নিত্যদিন একগুচ্ছ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু চলে এসেছি আমরা। তাহলে চলুন আর দেরি না করে চোখ বুলিয়ে নেওয়া যাক।
1) কোন প্রাণীর দুধ সবচেয়ে শক্তিশালী?
- উত্তর : ছাগল
2) কোন দেশের নাম সূর্য?
- উত্তর : জাপান
3) কোন গাছ লাগালেই যেতে হবে জেলে?
- উত্তর : লাল চন্দন। এই নিয়ম প্রযোজ্য ভারতের জন্য।
4) ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি?
- উত্তর : ডলফিন
5) কোন গাছ দ্রুত বাড়ে?
- উত্তর : বাঁশ
6) বলুন তো দেখি কোন জিনিসটি মেয়েদের বিয়ের আগেও থাকে আবার পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না?
- উত্তর : পদবী ( বিভ্রান্ত করার জন্য এ ধরনের প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের)
7) কি সেই জিনিস যা সহজেই মেয়েদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়?
- উত্তর : সন্দেহ (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।