Interview Question : কি সেই জিনিস যা গরুর ৪টি আছে কিন্তু মেয়েদের ২টি আছে?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

প্রতিটি মানুষকে সময়োপযোগী ভাবে সমাজে চলতে গেলে কিংবা বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে নিজেকে ধরে রাখতে গেলে চাই সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর সম্পর্কে নলেজ। কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে চাই সাধারণ জ্ঞানের পাঠ। কারণ সাধারণ জ্ঞানের মাধ্যমে মানুষ আরো অজানাকে জানতে পারে, জানতে পারে পুঁথিগত বিদ্যার বাইরের জ্ঞান, বর্তমান সমাজ কিংবা সমাজে ঘটে চলা প্রতিটি ঘটনার বৃত্তান্ত।
তবে কেবলমাত্র অজানাকে জানা নয়। বর্তমানে ভালো চাকরি করতে গেলেও প্রয়োজন সাধারণ জ্ঞানের। আসলে সরকারি এবং বেসরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। তবে চর্চা না থাকার কারণে অনেক সময় পড়তে হয় বিপদে। আর তাই আপনাদের কথা চিন্তা করে নিত্যদিনের মতো আজও Humppy আপনাদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর। তাহলে চলুন এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।
1) বিগত ৪০ বছরে কোন দেশে প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সফর সারলেন নরেন্দ্র মোদি?
- উত্তর : গ্রীস
2) কোন দেশ তৈরি করল যুদ্ধ ড্রোন?
- উত্তর : ইরান। এই ড্রোনটির নাম ‘Mohajer 10।
3) সম্প্রতি কোন সিনেমা পেল বেস্ট ফিচার ফিল্ম তকমা?
- উত্তর : Rocketry
4) পরবর্তীতে কোন দেশের সঙ্গে মিশন লঞ্চ করবে ISRO?
- উত্তর : জাপান
5) কোথায় শুরু হল B20 Summit India?
- উত্তর : নিউ দিল্লী
6) কী নাম রাখা হল চন্দ্রযান 3 এর টাচ ডাউন পয়েন্টের?
- উত্তর : শিবশক্তি পয়েন্ট
7) বলুন তো দেখি কোন দেশে বাড়তে চলেছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পরিমাণ?
- উত্তর : ইজরায়েল
8) কি সেই জিনিস যা গরুর ৪টি আছে কিন্তু মেয়েদের ২টি আছে?
- উত্তর : পা (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।