Interview Question : কি সেই জিনিস যা করার সময় ছেলেরা একটুতেই হাঁপিয়ে যায় কিন্তু মেয়েরা আরও করতে চায়?

ইন্টারভিউ (Interview) এর আগেও নিশ্চয়ই অনেকবার দিয়েছেন। বেশ ভয়ের ও অস্থিরের পক্রিয়া বলা যায়। কি প্রশ্ন আসবে ও আপনার উত্তর কি হবে তা নিয়ে চিন্তা চলতেই থাকে। একটি প্রশ্নের উত্তর দিতে না পারলেও চাকরি হাতছাড়া হতে পারে। আর সেই কারণেই কার্যত স্বপ্নের চাকরি হাত ছাড়া হয়ে যায় বহু মানুষের। এক্ষেত্রে পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি হবে এমনটা নয়। আসলে মাঝে মাঝে নিজেদের বুদ্ধি ও IQ পরিমাপ করা হয়।
যে কারণে ইন্টারভিউতে জানা ও মজাদার প্রশ্নের উত্তরও অনেকেই দিতে পারেন না। বইয়ের বাইরের থেকে এই প্রশ্ন গুলি আপনার অবশ্যই জানা উচিত। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের (General Knowledge) প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে। মোট ১১ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আপনাদের জন্য –
১) ভারত হিন্দি ভাষা প্রমোশণের জন্য কোথায় ১ মিলিয়ন ডলার দান করলো?
উত্তর – জাতি সংঘে।
২) ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৪ হোস্ট করবে কোন রাজ্য ?
উত্তর – গুজরাট।
৩) সম্প্রতি রিলায়েন্স কোন বিখ্যাত বলিউড অভিনেত্রীর নিজস্ব ব্র্যান্ড কিনে নিতে চলেছে?
উত্তর – অভিনেত্রী আলিয়া ভাটের নিজস্ব ব্র্যান্ড Ed-a-mumma
৪) Asian Surfing Championship ২০২৩ সালে ভারতীয় দল কোন পদক হাসিল করেছে?
উত্তর – ব্রোঞ্জ
৫) International Eni Award পেয়েছেন কে?
উত্তর – আই. আই.টি মাদ্রাজের রসায়ন বিভাগের অধ্যাপক থালাপ্পিল প্রদীপ।
৬) ভারত কোন দেশে সম্প্রতি কুমির ও ঘড়িয়াল জীব গুলি সাপ্লাই দিচ্ছে?
উত্তর – আমেরিকাকে।
৭) সম্প্রতি কে RPF -এর ডিরেক্টর জেনারেল হলেন?
উত্তর – মনোজ যাদব।
৮) সম্প্রতি কে ইন্ডিয়ান কোস্টাল গার্ড -র ডিরেক্টর জেনারেল হলেন?
উত্তর – রাকেশ পাল।
৯) নিভ্রুতি রাই কে?
উত্তর – Investment India -র CEO এবং ম্যানেজিং ডিরেক্টর।
১০) বিশ্বের দ্রুততম গতিতে ব্যাটমিন্টনে শট মেরে বিশ্ব রেকর্ড গড়লেন কোন খেলোয়াড়?
উত্তর – ভারতীয় ব্যাটমিন্টন খেলোয়াড় স্বস্তিকসাইরাজ রনকিরেড্ডি
১১) কি সেই জিনিস যা করার সময় ছেলেরা একটুতেই হাঁপিয়ে যায় কিন্তু মেয়েরা আরও করতে চায়?
উত্তর – কেনাকাটি করার সময় (বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়)।