Offbeat

Interview Question : কি সেই জিনিস যা ছেলেদের মোটা কিন্তু মেয়েদের সরু হয়?

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

কলেজের পড়াশোনা সম্পন্ন করেই চাকরির খোঁজে বেরিয়ে পড়ছেন তরুণ প্রজন্ম। সকলেই চাইছেন স্বাবলম্বী হতে। তবে বর্তমানে সময় উপযোগী হতে গেলে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই কিন্তু চলবে না। সঙ্গে প্রয়োজন সাধারণ জ্ঞান। আসলে বর্তমানে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হয়। একজন চাকরিপ্রার্থীর বুদ্ধি ঠিক কতটা সেটার হদিস পাওয়ার জন্যই এমন উদ্যোগ বিভিন্ন সংস্থাগুলির।

ছোটবেলায় পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান বই পড়তাম আমরা। তবে বর্তমানে আর সে নিয়ে হয় না চর্চা। আর এতেই সমস্যায় পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে বাড়ি। তবে চিন্তা নেই। আপনাদের কথা ভেবে নিত্যদিন Humppy.com একগুচ্ছ সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু হলো না তার অন্যথা। তাহলে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক প্রশ্ন উত্তরে তালিকায়।

1) কোন রাজ্য রতন টাটাকে দিল ‘উদ্যোগ রত্ন’ সম্মান?

  • উত্তর : মহারাষ্ট্র

2) BPCL এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

  • উত্তর : রাহুল দ্রাবিড়

3) কিসের মেডেল জিতলেন আনাহাত সিং?

  • উত্তর : সোনা

4) কোথাকার টিউলিপ গার্ডেন স্থান পেল ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে?

  • উত্তর : শ্রীনগর

5) কোন টেনিস খেলোয়াড় জিতলেন Cincinnati Open 2023?

  • উত্তর : Navok Djokovic

6) বিশ্বাস সপকাল কোন দেশের রাষ্ট্রদূত?

  • উত্তর : বলিভিয়া

7) কত কোটি অতিক্রম করল জনধন অ্যাকাউন্টের সংখ্যা?

  • উত্তর: 50 কোটি।

8) কি সেই জিনিস যা ছেলেদের মোটা কিন্তু মেয়েদের সরু হয়?

  • উত্তর : কণ্ঠ স্বর (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।