Interview Question : কি সেই জিনিস যা ছেলে ও মেয়ে উভয়েরই কালো হয়?

চাকরি পেতে গেলে চাই পরিশ্রম ও অধ্যাবসা। সরকারি হোক বা বেসরকারি, চাকরি পাওয়ার জন্য যে কোনও ক্ষেত্রেই এখন তুমুল প্রতিযোগিতা চলে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে অনেক রকমের প্রচেষ্টা চালায়। তবে চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শেষ নয়। সবাইকে ইন্টারভিউ (Interview) রাউন্ডের মুখোমুখি হতে হয়। এই ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হওয়া কিন্তু বেশ কঠিন। চাকরিদাতাদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে হয় এই ইন্টারভিউ রাউন্ডে। অনেক সময় সোজা প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে ধরা হয় যা চাকরিপ্রার্থীদের হতভম্ব করে দেয়। কোনো পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই কারণেই আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি ইন্টারভিউর বিশেষ প্রশ্ন উত্তর। চলুন আজ এমনই কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা যাক।
১) বিশ্ব হেপাটাইটিস দিবস কবে?
উত্তর – ২৮শে জুলাই।
২) ভারতের ৮৩ তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হলেন?
উত্তর – আদিত্য সামন্ত।
৩) দেশের প্রথম রূপান্তরকামি জন্মসংসা পত্র পেলো কে?
উত্তর – রাজস্থানের নূর শেখাওয়াত।
৪) ওয়ার্ল্ড সিটিস কালচারাল ফোরাম -এ প্রথমবার দেশের কোন শহর অংশগ্রহণ নিচ্ছে?
উত্তর – বেঙ্গালুরু।
৫) Miles Franklin Literary Award 2023 জিতলেন কে?
উত্তর – শংকরী চন্দ্রন।
৬) WTO’s 13th inisterial Conference এর সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর – UAE দেশের Thani Al Zeoudi
৭) Asian Paints -er বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর – আর. সেশাসয়ি।
৮) Heli Summit 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
উত্তর – মধ্যপ্রদেশে।
৯) ভারত কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো?
উত্তর – আর্জেন্টিনা।
১০) Tenzing Yangki -কে?
উত্তর – অরুণাচল প্রদেশের প্রথম মহিলা IPS অফিসার।
১১) কি সেই জিনিস যা ছেলে ও মেয়ে উভয়েরই কালো হয়?
উত্তর – মাথার চুল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।