Interview Question : কি সেই জিনিস যা একজন পুরুষ লুকিয়ে রাখে কিন্তু একজন মহিলা ঝুলিয়ে রাখে?

চাকরি পেতে গেলে চাই পরিশ্রম। সরকারি হোক বা বেসরকারি, চাকরি পাওয়ার জন্য যে কোনও ক্ষেত্রেই এখন তুমুল প্রতিযোগিতা চলে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে অনেক রকমের প্রচেষ্টা চালায়। তবে চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শেষ নয়। সবাইকে ইন্টারভিউ (Interview) রাউন্ডের মুখোমুখি হতে হয়। এই ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হওয়া কিন্তু বেশ কঠিন। চাকরিদাতাদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে হয় এই ইন্টারভিউ রাউন্ডে। অনেক সময় সোজা প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে ধরা হয় যা চাকরিপ্রার্থীদের হতভম্ব করে দেয়। কোনো পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই কারণেই আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি ইন্টারভিউর বিশেষ প্রশ্ন উত্তর। চলুন আজ এমনই কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা যাক।
১) কার্গিল বিজয় দিবস হিসাবে দেশে কোন দিনটি পালিত হয়?
- উত্তর – ২৬ শে জুলাই।
২) ১০৮ ফুট লম্বা শ্রী রামের স্ট্যাচু তৈরী হচ্ছে কোন রাজ্যে?
- উত্তর – অন্ধ্রপ্রদেশ।
৩) লিঙ্গ পরিবর্তন কিংবা রূপান্তরকামি বিয়ে ব্যান করলো কোন দেশ?
- উত্তর – রাশিয়া।
৪) দলিতদের বিরুদ্ধে কোন রাজ্যে অপরাধের হার সবথেকে বেশি?
- উত্তর – মধ্যপ্রদেশ।
৫) কোন রাজ্যে প্রথম Cannabis Medicine Project শুরু হচ্ছে?
- উত্তর – জম্মু।
৬) টুইটারের নতুন লোগো কি?
- উত্তর – ‘X’
৭) টেম্পার ওপেন টাইটেল জিতলেন কে?
- উত্তর – ভারতের টেনিস তারকা সুমিত নাগাল।
৮) সম্প্রতি প্রয়াত ক্রিকেটার ব্রিয়ান তাবের কোন দেশের খেলোয়াড় ছিলেন?
- উত্তর – অস্ট্রেলিয়া।
৯) Rising Global Superstar Of Indian Cinema 2023 খেতাব পাচ্ছেন কে?
- উত্তর – বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।
১০) ‘Semicon India 2023’ উদ্বোধন করলেন কে?
- উত্তর – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১১) কি সেই জিনিস যা একজন একজন মহিলা ঝুলিয়ে রাখে কিন্তু একজন পুরুষ লুকিয়ে রাখে?
- উত্তর – পার্স বা মানিব্যাগ (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।