Offbeat

Interview Question : শাহজাহানের পূর্ব নাম কি ছিল? ৯৯% মানুষই জানেন না!

সরকারি চাকরির স্বপ্ন পড়ুয়াদের চোখে থাকলেও তা কার্যত বারংবার ব্যর্থ হয়ে যায়। IAS বা IPS হবার স্বপ্ন নিয়ে দিন শুরু করেন সকলে। তবে দেশের সবথেকে কঠিন এই পরীক্ষায় পাশ করা খুব সহজ নয়। সমুদ্র সমান এই সিলেবাসের মধ্যে কি পড়বেন আর কি বাদ দেবেন সেটাই বড়ো প্রশ্ন। তবে বইয়ের সাথেই সাধারণ কিছু জ্ঞানের দরকার আছে বিশেষভাবে।

ইন্টারভিউ রাউন্ডে আপনাকে সেই ধরণের প্রশ্ন গুলোর সামনা করতে হবে বৈকি। অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় বারংবার আসা এমনই কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যা আপনাদের আগত ইন্টারভিউ রাউন্ডে দারুণ কাজে দেবে। নিচে দেখে নিন সেই বিশেষ কয়েকটি প্রশ্ন ও তার উত্তর –

১) কোন ব্যাঙ্ক সম্প্রতি গাছ লাগানোর জন্য ৪৮ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে?

  • উত্তর – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)

২) আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত কে হলেন?

  • উত্তর – অজয় ​​সিং

৩) নবীন জিন্দাল জিনি সম্প্রতি ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ড কোন বিশ্ববিদ্যালয় দিয়েছে?

  • উত্তর – টেক্সাস বিশ্ববিদ্যালয়

৪) বড়ালী বেদব্রত কোন খেলার সাথে যুক্ত?

  • উত্তর – ভারোত্তোলন খেলার সাথে।

৫) মারবাগ ভাইরাস রোগের প্রাদুর্ভাব ঘোষণা করেছে কোন দেশ?

  • উত্তর – তানজানিয়া

৬) কারাবন্দী কর্মসংস্থান প্রকল্প শুরু করলো কে ?

  • উত্তর – গিরিরাজ সিং।

৭) সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সংলাপ অংশীদার হয়েছে কোন দেশ?

  • উত্তর – সৌদি আরব।

৮) কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সহকারী পুলিশ প্রধান হয়েছেন?

  • উত্তর – মনমীত কোলান।

৯) শাহজাহানের পূর্ব নাম কি ছিল? 

  • উত্তর – খুররম।