Interview Question : কি সেই জিনিস যা একজন পুরুষ লুকিয়ে রাখে কিন্তু একজন মহিলা ঝুলিয়ে রাখে?

ছোটবেলায় কমবেশি আমরা সকলেই পাঠ্য পুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তরের বই পড়েছি। তবে বর্তমানে আর সে নিয়ে হয় না চর্চা। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার চাপ বাড়ায় আর সে ধরনের বইগুলি পড়া হয়ে ওঠে না। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর ভাইরাল হচ্ছে। আমাদের পারিপার্শ্বিক, ঐতিহাসিক এবং ভৌগোলিক ইত্যাদি বিষয়ে সাধারণ জ্ঞানের নানান প্রশ্ন উত্তর রয়েছে নানান বইতে।
কেবলমাত্র জ্ঞান বৃদ্ধির জন্যই নয় বর্তমানে ভালো চাকরি পেতে গেলেও প্রয়োজন সাধারণ জ্ঞান। তাই যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের অবিলম্বে এই সমস্ত প্রশ্ন উত্তর জানা উচিত। নিত্যদিনের মতো আজও আপনাদের জন্য বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা। আজকের প্রতিবেদনে রইল বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর।
1) কোন দেশকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ?
- উত্তর : জাপান
2) কে আবিষ্কার করেছিলেন টেলিফোন?
- উত্তর : আলেকজান্ডার গ্রাহাম বেল
3) পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?
- উত্তর : প্রশান্ত মহাসাগর
4) রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি কার লেখা?
- উত্তর : উইলিয়াম শেক্সপিয়ার
5) কে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ?
- উত্তর : স্যার আইজ্যাক নিউটন
6) কোন দেশকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ?
- উত্তর : নরওয়ে
7) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
- উত্তর : ইন্দিরা গান্ধী
8) পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কী?
- উত্তর : নীল তিমি
9) কোন উদ্ভিদকে ভয় পায় সাপ?
- উত্তর : সর্পগন্ধা। সাপের উপদ্রব কমাতে বাড়ির বাইরে লাগানো যেতে পারে এই গাছ। কেবলমাত্র সাপ নয় অন্যান্য বিষাক্ত প্রাণীও এই গাছ দেখলেই ঘরে প্রবেশ করবে না।
10) কি সেই জিনিস যা একজন পুরুষ লুকিয়ে রাখে কিন্তু একজন মহিলা ঝুলিয়ে রাখে?
- উত্তর : পার্স (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।