Interview Question : কি সেই কাজ যা ছেলেরা একটি পা না তুলে করতে পারে না?

General Knowledge: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হোক অথবা ভালো চাকরির খোঁজ করতে হোক। সব ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন সাধারণ জ্ঞান। আসলে সাধারণ জ্ঞান হল এমন একটি বিষয় যা খুব সহজেই আমাদের নানান ধরনের অজানা প্রশ্ন উত্তরের সন্ধান দেয়। ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান সহ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অবগত থাকার জন্য ভরসা রাখতেই হবে সাধারণ জ্ঞানে। আজকের প্রতিবেদনে তেমনই বেশ কিছু অজানা প্রশ্নের সন্ধান নিয়ে হাজির হলাম আমরা। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
1) কোন দেশকে পরাজিত করে এশিয়া কাপ 2023 জিতল ভারত?
- উত্তর: শ্রীলঙ্কা
2) কোন রাজ্যে চালু হল ‘নন্দিনী কৃষক সমৃদ্ধি যোজনা’?
- উত্তর: উত্তর প্রদেশ
3) কবে পালিত হয় ইঞ্জিনিয়ার দিবস?
- উত্তর: ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালিত হয় 15 সেপ্টেম্বর।
4) ‘8th Eastern Economic Forum’ এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলো কে?
- উত্তর: সর্বানন্দ সনোয়াল
5) কোন দেশের মহিলা টেনিস তারকাকে ব্যান করা হয়েছে 4 বছরের জন্য?
- উত্তর: ডোপিং করার কারণে সম্প্রতি রোমানিয়ার টেনিস তারকা Simona Halep কে 4 বছরের জন্য ব্যান করা হয়েছে।
6) 2024 সালে কোন দেশ হোস্ট করবে G20 Summit?
- উত্তর: ব্রাজিল
7) ‘Mastercard India’ র চেয়ারম্যানের নাম কী?
- উত্তর: রাজনীস কুমার
8) ‘Indonesia Badminton Masters 2023’ এর টাইটেল জিতলেন কে?
- উত্তর: ভারতের কিরণ জর্জ
9) কবে পালিত হয় ‘বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস’?
- উত্তর: 18 সেপ্টেম্বর
10) কি সেই কাজ যা ছেলেরা একটি পা না তুলে করতে পারে না?
- উত্তর: প্যান্ট পরা (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।