Offbeat

Interview Question : কি সেই জিনিস যা ভিতরে ঢোকানোর সময় শক্ত থাকে কিন্তু বের করে নিল নরম হয়ে যায়?

চাকরি পেতে গেলে চাই পরিশ্রম ও অধ্যাবসা। সরকারি হোক বা বেসরকারি, চাকরি পাওয়ার জন্য যে কোনও ক্ষেত্রেই এখন তুমুল প্রতিযোগিতা চলে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে অনেক রকমের প্রচেষ্টা চালায়। তবে চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শেষ নয়। সবাইকে ইন্টারভিউ (Interview) রাউন্ডের মুখোমুখি হতে হয়। এই ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হওয়া কিন্তু বেশ কঠিন। চাকরিদাতাদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে হয় এই ইন্টারভিউ রাউন্ডে। অনেক সময় সোজা প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে ধরা হয় যা চাকরিপ্রার্থীদের হতভম্ব করে দেয়। কোনো পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই কারণেই আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি ইন্টারভিউর বিশেষ প্রশ্ন উত্তর। চলুন আজ এমনই কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা যাক।

১) লাম্পি স্কিন ডিজিজ পজিটিভ স্টেট তকমা পেলো কোন রাজ্য?

উত্তর – নাগাল্যান্ড।

২) এস ফাংনন কোনিয়াক কে?

উত্তর – নাগাল্যান্ডের প্রথম রাজ্যসভায় সভাপতিত্ব করেছেন।

৩) টাটা স্টিলের পুনরায় MD এবং CEO পদে কে যুক্ত হলেন?

উত্তর – টি. ভি. নরেন্দ্রন।

৪) IISF Junior Shooting World Championship 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর – দক্ষিণ কোরিয়া -তে।

৫) লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন কোথায় চালু হলো?

উত্তর – কার্গিল।

৬) হারমান প্রীত কৌর কেন সাসপেন্ড হয়েছেন?

উত্তর- ICC Court Of Conduct করার জন্য।

৭) চীনের বিদেশ মন্ত্রী কে?

উত্তর – Wang Fi।

৮) NOIDA Authority বর্তমান CEO কে?

উত্তর – লোকেশ এম

৯) কোন অ্যাপের মাধ্যমে এবার থেকে নিজের ইনকাম ট্যাক্স জমা করতে পারবে দেশের নাগরিকরা?

উত্তর – ফোন পে।

১০) ‘Talisman Sabre’ কি?

উত্তর : আমেরিকা ও অস্ট্রেলিয়ার যৌথ মিলিটারি অনুশীলন।

১১) কি সেই জিনিস যা ভিতরে ঢোকানোর সময় শক্ত থাকে কিন্তু বের করে নিল নরম হয়ে যায়?

উত্তর : চুইংগাম (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।