Offbeat

Interview Question : কি এমন জিনিস যা একজন নারী তার স্বামীকে দিতে পারে না?

আজকালদিনের মেয়েরা ছেলেদের মতোই স্বাবলম্বী। তারাও পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।

১.সিংহের আগে কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হত?
●হাতি

২.গঙ্গা নদীকে কবে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়?
●২০০৮ সালে

৩.ভারতের কোন প্রধানমন্ত্রী তিনটি বিয়ে করেছিলেন?
●মোরারজি দেশাই

৪.কোন সাপের ওজন সবচাইতে বেশি হয়?
●পাইথন

৫.কোন উদ্ভিদের দেহ মানুষের দেহের মতো হয়?
●ম্যানড্রেক

৬.কোন দেশে ভোট না দেওয়ার জন্য জরিমানা করা হয়?
●অস্ট্রেলিয়া

৭.২০০০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?
●সাঁচির স্তুপ

৮.ভারতের প্রথম জাতীয় সঙ্গীত কোথায় গাওয়া হয়েছিল?
●পশ্চিমবঙ্গের কলকাতায়

৯.পৃথিবীতে একই চেহারার মানুষ কয়জন রয়েছে?
●৭জন

১০.কি এমন জিনিস যা একজন নারী তার স্বামীকে দিতে পারেনা?
●উপাধি (প্রার্থীদের বিভ্রান্ত করতে এই ধরণের প্রশ্ন করা হয়)

তাহলে জেনে গেলেন নিশ্চই কেমন ধরণের প্রশ্ন করা হয়।