Interview Question : শরীরের কোন জিনিসটি লম্বা ও মোটা হলে মেয়েরা খুব খুশি হয়?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অবগত থাকতে হবে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর সম্পর্কে। মাঝেমধ্যেই করতে হবে চর্চা। আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিংবা চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্ন উত্তর। আবার বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে শিক্ষার্থীদের এই বিষয়ে থাকতে হবে অবগত। আর সে কারণেই নিত্যদিন সাধারণ জ্ঞান নিয়ে চর্চা করা উচিত।
আরও পড়ুন : 70 কিমি মাইলেজের সঙ্গে পাবেন খাসা পারফর্ম্যান্স, 7000 টাকা দিলেই Hero HF Deluxe গাড়িটি হবে আপনার
Humppy নিত্যদিন আপনাদের জন্য নিয়ে হাজির হয় নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর। আজও কিন্তু চলে এসেছি আমরা। আসলে বর্তমানে চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সম্পর্কিত প্রশ্নের পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। তাহলে চলুন আর দেরি না করে চোখ বুলিয়ে নেওয়া যাক প্রশ্ন উত্তরের তালিকায়।
আরও পড়ুন : সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান
1) কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সি আর রাও?
- উত্তর : সি আর রাও ছিলেন একজন প্রখ্যাত পরিসংখ্যানবিদ। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল 103 বছর।
2) কোন কোম্পানির হাতে স্পন্সারসিপ গেল ICC Men’s Cricket World Cup 2023 এর?
- উত্তর : Mastercard
3) Infosys কোম্পানির বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
- উত্তর : রাফায়েল নাদাল।
4) Khelo India Women’s League এর বর্তমান নাম কী?
- উত্তর : Asmita Women’s League
5) কবে পালিত হয় মশা দিবস?
- উত্তর : 20 আগস্ট পালিত হয় বিশ্ব মশা দিবস।
6) কোথায় 3D প্রিন্টেড পোস্ট অফিসের উদ্বোধন করা হলো?
- উত্তর : বেঙ্গালুরু
7) কোথায় লঞ্চ হল AI School?
- উত্তর : তিরুবনন্তপুরমে
8) শরীরের কোন জিনিসটি লম্বা ও মোটা হলে মেয়েরা খুব খুশি হয়?
- উত্তর : চুল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।