Offbeat

Interview Question : কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়?

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই অবাক হয়ে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক

১.কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক কোন কোম্পানির সঙ্গে যৌথভাবে Travellers Map লঞ্চ করবে?

●MakeMy Trip।

২.কোন রাজ্য ভারতে প্রথম Agriculture Data Exchange লঞ্চ করলো?

●তেলেঙ্গানা।

৩.কোন কোম্পানি Tech Startup Of The Year In Ai অ্যাওয়ার্ড জিতলো?

●Jio Haptik।

৪.কোথায় 3rd Khelo India Junior’s Wonen’s Hockey League শুরু হল?

●নিউ দিল্লি।

৫.কোথায় ছোট স্যাটেলাইট লঞ্চ করার জন্য নতুন স্পেসপোর্ট তৈরি করা হবে?

●তামিলনাড়ু।

৬.উত্তর প্রদেশ সরকার কোথায় ভারতের বৃহত্তম IT Hub তৈরি করবে?

●লখনৌ।

৭.Womens British Open 2023 শিরোপা কোন দেশের গল্ফ খেলোয়াড় জিতলেন?

●আমেরিকা।

৮.আনোয়ার-উল-হক-কাকার কোন দেশের প্রধানমন্ত্রীর কেয়ারটিকার হিসেবে নিযুক্ত হলেন?

●পাকিস্তান।

৯.FIH Rankings-এ ভারতীয় পুরুষ হকি টিমের স্থান কত?

●তৃতীয়।

১০.কোন শহরে India Startup Festival হবে?

●বেঙ্গালুরু।

১১.কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়?

●হাতির দুধ খেলে, কারণ হাতির দুধে অ্যালকোহল থাকে।