Interview Question : কোন জিনিস একজন পুরুষ লুকিয়ে রাখে আর একজন মহিলা ঝুলিয়ে রাখে?

আজকালদিনের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।
আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
১.পুরোনো পাণ্ডুলিপি পড়ার জন্য কোন রশি ব্যবহার করা হয়?
অবলোহিত রশি
২.মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে?
পটকা
৩.বাঘাযতীন কোন যুদ্ধে মারা যান?
বালামের যুদ্ধে
৪.পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি?
ভুটান
৫.দয়ারাম সাহানি কোন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন?
হরপ্পা
৬.সিকিম কতসালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
১৯৮৫
৭.এশিয়া মহাদেশের একমাত্র হিন্দুরাষ্ট্র কোনটি?
নেপাল
৮.হান্টার কমিশন কোন ঘটনার তদন্তে জন্য গঠিত হয়েছিল?
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
৯.কোন শিল্পকে সব শিল্পের মেরুদন্ড বলা হয়?
লৌহ ইস্পাত শিল্প
১০.কোন জিনিস একজন পুরুষ লুকিয়ে রাখে কিন্তু একজন মহিলা ঝুলিয়ে রাখে?
পার্স বা মানিব্যাগ (মেয়েরা পার্স হাতে ঝুলিয়ে নেয়)
আসলে বিভ্রান্ত করার জন্য এমন ধরনের প্রশ্ন করা হয়। কিন্তু কেউ যদি ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। তাহলেই হবে বাজিমাত।