Interview Question : মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল ঢোকালে জল বেরিয়ে আসে?

Interview Questions : সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি সব ক্ষেত্রেই পরীক্ষা দিতে হয় চাকরি প্রার্থীদের। কোথাও লিখিত পরীক্ষা তো কোথাও আবার মুখোমুখি বসিয়ে বেশকিছু প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের। সাধারণত ইন্টারভিউ (Interview Questions) দিতে যাওয়ার আগে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য এবং বিজ্ঞান নিয়ে অনেকেই পড়াশোনা করে যান তবে সাধারণ জ্ঞান সম্পর্কেও যে প্রশ্ন আসতে পারে সে কথাটা হয়তো অনেকেই ভাবেন না। অনেক সময় ইন্টারভিউতে (Interview Questions) এমন বেশ কিছু প্রশ্ন করা হয় যেগুলির উত্তর দিতে গিয়ে ঘাবড়ে যান চাকরিপ্রার্থীরা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হল তেমনই বেশ কিছু প্রশ্ন উত্তর।
1) 2019 থেকে 2021 সাল পর্যন্ত কতজন নারী নিখোঁজ হয়েছেন?
উত্তর: 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত 13 লক্ষ নারী নিখোঁজ হয়েছেন।
2) কোন দেশের মহিলা দল জিতল হকি টুর্নামেন্ট?
উত্তর: ভারতের মহিলা দল হকি টুর্নামেন্ট জিতেছে। স্পেনকে 3-0 গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের মহিলা দল।
3) কোন কোম্পানি খুলতে চলেছে ভাসমান স্টোর?
উত্তর: খুব শীঘ্রই Amazon India শ্রীনগরের ডাল হ্রদে খুলতে চলেছে ভাসমান স্টোর।
4) কোন ধনকুবের পেতে চলেছেন ‘উদ্যোগ রত্ন পুরস্কার’?
উত্তর: মহারাষ্ট্র সরকারের তরফে এই প্রথমবার আয়োজন করা হয়েছে উদ্যোগ রত্ন পুরস্কার অনুষ্ঠানের। এই পুরস্কার তুলে দেওয়া হবে রতন টাটার হাতে।
5) ভারতে মোট কটি বাঘ রয়েছে?
উত্তর: বর্তমানে আমাদের দেশে মোট বাঘের সংখ্যা 3925।
6) বলুন তো দেখি জেলবন্দীদের জন্য রেডিও স্টেশন লঞ্চ করতে চলেছে কোন দেশ?
উত্তর: চলতি বছরের স্বাধীনতা দিবসে জেলবন্দীদের জন্য রেডিও স্টেশন লঞ্চ করতে চলেছে কানপুর জেল।
7) মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল ঢোকালে জল বেরিয়ে আসে?
উত্তর: চোখে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।