Interview Question : কী এমন শব্দ যা অবিবাহিত মেয়েরা চাইলেও বলতে পারে না?

‛কি এমন শব্দ যা অবিবাহিত মেয়েরা চাইলেও বলতে পারেনা‘? এর উত্তর কি আপনার জানা আছে? এক্ষেত্রে অধিকাংশ মানুষেরই উত্তর হবে না জানা নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর জেনেই বা কি হবে তাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি শুধুমাত্র জানার নিরিখে এই প্রশ্নের উত্তর না জানলেও হতো। কিন্তু ধরুন যদি কোনো ইন্টারভিউতে গিয়ে আপনাকে এই প্রশ্ন করা হয় তখন আপনি কি করবেন?
আজকালদিনের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়।
আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
১.কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
ভাল্লুক
২.কোন দেশে প্রতিবছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়?
সুইজারল্যান্ড
৩.কেন আমরা জল পান করি?
কারণ আমরা জল চিবিয়ে খেতে পারি না।
৪.১০ টাকার কি কেনা উচিত যা পুরো ঘর ভরিয়ে দিতে পারে?
ধূপকাঠি বা মোমবাতি
৫.ভারতে সোনার চেয়েও কোন কাঠের দাম বেশি?
লাল চন্দন
৬.হার্ড কারেন্সি বলতে কি বোঝায়?
এটি এমন একটি মুদ্রা যার সরবরাহ চাহিদার তুলনায় কম।
৭.কোন দেশের মানুষ সবচাইতে বেশি শিক্ষিত?
কানাডা
৮.ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উত্তর তিব্বতের কৈলাস পর্বতের পূর্ব ঢাল থেকে
৯.কোন ফল পাকতে ২ বছর সময় লাগে?
আনারস
১০.কি এমন শব্দ যা অবিবাহিত মেয়েরা চাইলেও বলতে পারেনা?
শাশুড়ি মা (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)
তাহলে আর কি ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে সহজেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন।