Offbeat

Interview Question : স্বামীর কোন জিনিসটা মেয়েরা মুখে নিতে পছন্দ করেন না?

‛স্বামীর কোন জিনিস মহিলারা মুখে নিতে পছন্দ করেনা’? এর উত্তর কি আপনার কাছে জানা আছে? প্রশ্নটি শুনতে কেমন হলেও উত্তরটি কিন্তু বেশ মজার। তবে, এক্ষেত্রে অধিকাংশ মানুষই এর উত্তর জানেন না। কিন্তু এই প্রশ্নের উত্তর জেনেই বা কি হবে তাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি শুধুমাত্র জানার নিরিখে এই প্রশ্নের উত্তর না জানলেও হতো।

কিন্তু ধরুন যদি কোনো ইন্টারভিউতে গিয়ে আপনাকে এই প্রশ্ন করা হয় তখন আপনি কি করবেন? এক্ষেত্রে আবার অনেকেরই মনে হতে পারে ইন্টারভিউতে কেন এধরণের প্রশ্ন করা হবে? তাহলে বলে রাখি যে, আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে তাদের উপস্থিত বুদ্ধি ঠিক কতখানি সেটাও যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।

১.কোন প্রাণীর দাঁত সবসময় বাড়তে থাকে?
●ইঁদুর

২.ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয়?
●মুম্বাইকে

৩.ভারতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কতবছর বাধ্যতামূলক?
●১৮ বছর

৪.কোন পাখির ডিম সবচাইতে বেশি?
●উট পাখির ডিম

৫.ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি?
●পাটনা

৬.এমন কোন জিনিস যা গরুর চারটি ও মেয়েদের দুটি থাকে?
●পা

৭.এমন কোন জিনিস ছেলেরা জীবনে একবার আর মেয়েরা জীবনে দুবার পায়?
●উপাধি

৮.সূর্যের রশিতে কয়টি রং?
●সাতটি

৯.মেয়েরা কি করতে গিয়ে অনেক চিৎকার করে কিন্তু ছেলেরা চুপ থাকে?
●ঝগড়া করার সময়

১০.স্বামীর কোন জিনিস মহিলারা মুখে নিতে পছন্দ করেনা?
●নাম নেওয়া। যদিও আজকালকারদিনে মহিলারা স্বামীর নাম মুখে নিলেও অতীতে এমনটা দেখা যেত না। তবে আজও কিছু মহিলারা আছেন যারা স্বামীর নাম মুখে নিতে পছন্দ করেনা।

তাহলে আর কি ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে সহজেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন।