Offbeat

Interview Question : মহিলাদের শরীরের কোন অংশটি রাতের বেলায় বড়ো হয়ে যায়?

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কেবলমাত্র পুঁথিগত বিদ্যার ভার থাকলেই চলবে না। সঙ্গে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর জানতে হবে আমাদের। একটা সময় পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞানের নানান রকম বই পড়তাম আমরা। যদিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পড়াশোনার চাপ আর এতেই কালের গর্ভে হারিয়ে গেছে সেই সমস্ত বই। সাধারণ জ্ঞান সম্পর্কে চর্চা করতে ভুলেই গেছেন তরুণ প্রজন্ম। আর এতেই বিপদের মুখে পড়তে হচ্ছে তাদের।

আরও পড়ুন : এবার পাহাড় ভ্রমন হবে আরও বেশি আরামদায়ক, Riders-দের মন জয় করতে এলো রয়্যাল এনফিল্ডের Scram 411!

‘জীবনে কিছু একটা করে দেখাতে হবে’। এই জেদ লক্ষ্য করা যাচ্ছে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে। কম বেশি সকলেই চাইছেন কলেজ পাস করেই স্বাবলম্বী হতে। আর সে কারণেই দিয়ে চলেছেন একের পর এক চাকরির ইন্টারভিউ। সবকিছু ঠিকঠাক থাকলেও চাকরিটা আর হচ্ছে না। এর কারণ একটাই, সাধারণ জ্ঞান সম্পর্কে না জানা।

আসলে বর্তমানে সরকারি এবং বেসরকারি চাকরির ইন্টারভিউতে প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। সেই জবাব গুলি দিতে না পারার কারণেই চাকরি হয়েও হচ্ছে না অনেকের। তবে চিন্তা নেই, আপনাদের কথা মাথায় রেখে Humppy নিত্যদিন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু তার অন্যথা হলো না। তাহলে চলুন বেশ কিছু প্রশ্ন উত্তরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) কোন দেশে পালিত হয় সবচেয়ে বেশি উৎসব

  • উত্তর : আমাদের দেশ ভারতে।

2) কুকুরের কামড়ে কোন রোগ হতে পারে?

  • উত্তর : জলাতঙ্ক

3) কোন দেশে প্রথমবার জারি করা হয়েছিল কারফিউ?

  • উত্তর : ইংল্যান্ডে

4) গ্রীষ্ম-শীত-বর্ষা সবসময় গরম থাকে কোন নদীর জল?

  • উত্তর : দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় একটি নদী প্রভাবিত হচ্ছে। এই নদীর জল সর্বদা ফুটন্ত থাকে। 2011 সালে এই নদী খুঁজে পেয়েছিলেন পিএইচডি পড়ুয়া অ্যান্ড্রিস রুজো।

5) প্রাসাদের শহর বলা হয় কোন শহরকে?

  • উত্তর : কলকাতা

6) কোন গাছের নিচে দাঁড়ালে ভশ্মীভূত হয়ে যাবে মানুষ?

  • উত্তর : মানশিল। এই গাছের ফল খেলেও মৃত্যু হতে পারে মানুষের।

7) মহিলাদের শরীরের কোন অংশটি রাতের বেলায় বড়ো হয়ে যায়?

  • উত্তর : চোখের কর্নিয়া (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।