Interview Question : মহিলাদের শরীরের কোন অংশের চুল পুরুষদের পছন্দ নয়?

Interview Questions: চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তরুণ প্রজন্ম। আসলে বর্তমানে আমাদের রাজ্যে চাকরির যা হাল তাতে ঘুম উড়েছে চাকরিপ্রার্থীদের। সরকারি চাকরির পরীক্ষাতে যেন আর বসতেই চাইছেন না কেউ। ফলে একপ্রকার বাধ্য হয়ে ভরসা রাখতে হচ্ছে বেসরকারি চাকরিতে। তবে সরকারি হোক কিংবা বেসরকারি, চাকরির জন্য ইন্টারভিউতে (Interview Questions) বসতেই হবে সকলকে।
বর্তমানে পুঁথিগত বিদ্যার থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানে (General Knowledge)। আর তাই সাধারণ জ্ঞান সম্পর্কে নানান রকম প্রশ্ন উত্তরের খুঁটিনাটি জেনে রাখা উচিত তরুণ প্রজন্মকে। আপনাদের কথা চিন্তা করে কিন্তু নিত্যদিন প্রশ্ন উত্তরের ভান্ডার নিয়ে হাজির হয়ে যাই আমরা। আজও সময় মতো চলে এসেছি। চোখ বুলিয়ে নেওয়া যাক বেশ কিছু প্রশ্ন উত্তরে।
1) কোন রাজ্যে লঞ্চ করা হলো ‘অমৃত বৃক্ষ আন্দোলন’ অ্যাপ?
উত্তর : আসাম
2) অনলাইন গেম খেললেও গুনতে হবে জিএসটি, কিন্তু কত শতাংশ?
উত্তর : 28%
3) প্রথম MRI স্ক্যানার মেশিন লঞ্চ করলেন কে?
উত্তর : জিতেন্দ্র সিং
4) জানেন কি MNS এর ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর : মেজর জেনারেল অমিতা রাণী
5) কোন রাজ্যে তৈরি হতে চলেছে ‘Mangrove Cell’?
উত্তর : পশ্চিমবঙ্গ
6) কোন দেশের কাছ থেকে ড্রোন কিনবে ইন্দোনেশিয়া?
উত্তর : তুর্কি
7) জানেন কী Global Visionary Entrepreneur Award পেয়েছেন কে?
উত্তর : দীপক শেনয়
8) বলুনতো কোন দেশে শিশুদের জন্য স্মার্টফোন ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে?
উত্তর : কেবলমাত্র দু’ঘণ্টার জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারবে শিশুরা। এই নিয়ম চালু করা হয়েছে চীনে।
9) মহিলাদের শরীরের কোন অংশের চুল পুরুষদের পছন্দ নয়?
উত্তর : মুখে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।