Interview Question : ছেলেদের শরীরের কোন জায়গায় হাড় থাকে না, কিন্তু প্রয়োজনের সময় খাড়া হয়ে যায়?

‛ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকেনা, কিন্তু প্রয়োজনের সময় খাড়া হয়ে যায়? প্রশ্নটা শুনে হাসি পাচ্ছে নিশ্চই? কিন্তু জানেন কি এই হাস্যকর প্রশ্নের উত্তরই আপনাকে সবার থেকে আলাদা প্রমান করতে পারে। আজকালদিনের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়।
তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান।
আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
১.ভারতের কোন রাজ্যের লোকেরা সাপের তেল দিয়ে সবজি রান্না করে?
সিকিম
২.কোন প্রাণীর দুধে নেশা হয়?
হাতি
৩.কোন শহরকে মন্দিরের শহর বলা হয়?
বারাণসীকে
৪.মেয়েরা এমন কোন জিনিস যা টাকা না নিয়ে দেয়না?
বরের জুতো লুকানো
৫.নীল রঙের কলা কোথায় দেখতে পাওয়া যায়?
দক্ষিণ আমেরিকা
৬.পাঁচ লাখ টাকার নোট কোনদেশে চলে?
ডোমিনিকা
৭.কোন ফুলকে ফুলের রাজা বলা হয়?
গোলাপকে
৮.এমন কোন জিনিস যা মেয়েরা বছরে একবার কেনে?
রাখি পরানোর জন্য
৯.কোন পাখিকে স্পর্শ করলেই মারা যায়?
টিটোনি পাখি
১০.ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকেনা, কিন্তু প্রয়োজনের সময় খাড়া হয়ে যায়?
কান (কোনো কিছু মন দিয়ে শোনার সময় আমাদের কোন খাড়া হয়ে যায়)।
তাহলে জেনে গেলেন নিশ্চই কেমন ধরণের প্রশ্ন করা হয়।