Offbeat

Interview Question : শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেই জিনিস?

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

ছোটোবেলায় পাঠ্য পুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান বই পড়েছি আমরা। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেসব হারিয়ে গিয়েছে কালের গর্ভে। আসলে পড়াশুনার চাপ বেড়ে যাওয়ার কারণেই সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর নিয়ে আর করা হয় না চর্চা। আর এতেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। আসলে কম বেশি সকলেই চাইছেন পড়াশোনা সম্পন্ন করে চাকরি করে স্বাবলম্বী হতে। তবে বর্তমানে চাকরির যা পরিস্থিতি তাতে ভালো চাকরি জোটানো মুশকিল হয়ে পড়েছে।

কলেজ সম্পন্ন করেই চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন চাকরি প্রার্থীরা। একের পর এক দিয়ে চলেছেন ইন্টারভিউ। তবে হয়েও হচ্ছে না চাকরি। আসলে বর্তমান সময় পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। সরকারি এবং বেসরকারি উভয় চাকরির ইন্টারভিউতেই চাকরিপ্রার্থীদের নানান ধরনের প্রশ্ন করে থাকেন ইন্টারভিউয়াররা। একজন চাকরি প্রার্থীর বুদ্ধি ঠিক কতটা সেটা বিচার করার জন্যই করা হয় এ ধরনের প্রশ্ন। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পারায় মুশকিলে পড়ছেন তরুণ প্রজন্ম।

তবে চিন্তা নেই। Humppy নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু পুরোনো সেই রেশ বজায় রেখে চলে এসেছি আমরা। তাহলে আর দেরি কেন? চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক বেশ কিছু প্রশ্ন-উত্তরে।

1) Viacom 18 কোম্পানিতে CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : কিরন মানি

2) কোথায় প্রথমবার ট্রায়াল হল হাইড্রোজেন চালিত বাস?

উত্তর : লে লাদাখ

3) ‘National Icon’ সম্মানে সম্মানিত হলেন কে?

উত্তর : শচীন টেন্ডুলকার

4) কোন রাজ্য লঞ্চ করল ‘Mukhyamantri Seekho Kamao Yojna’?

উত্তর : মধ্যপ্রদেশ

5) ‘Digi Yatra’ ফেসিলিটি রয়েছে কোন এয়ারপোর্টে?

উত্তর : গুয়াহাটি

6) কোথায় তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম রোড?

উত্তর : পূর্ব লাদাখ

7) শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেই জিনিস?

উত্তর : ঘরের দরজার খিল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।