Interview Question : মেয়েরা নিচু হয়ে প্রণাম করলে ছেলেরা তার কি দেখতে পায়?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

আজকালকার দিনে দাঁড়িয়ে বহু মানুষ উচ্চশিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। আর সেই পরীক্ষাতে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। সাধারণ জ্ঞান সহ দৈনন্দিন জীবনের কিছু প্রশ্ন সেখানে করা হয়। যার উত্তর খুবই সহজ হয়। মূলত ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধি ঠিক কতখানি তা যাচাই করা হয়।
আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু প্রশ্ন উত্তর আলোচনা করবো যা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি।
১.২০২২ সালে কোন রাজ্যে সবচেয়ে বেশি ক্যান্সার আক্রান্তর খোঁজ মিলেছে?
●উত্তর প্রদেশ।
২.Naga Traditional Food Laboratory নাগাল্যান্ডের কোথায় লঞ্চ করা হয়েছে?
●কোহিমা।
৩.ভারতের কোন পেমেন্ট ব্যাঙ্ক ‛Eco Friendly Debit Card’ লঞ্চ করলো?
●Airtel Payment Bank.
৪.কোন সরকার স্কুলে মোবাইল ফোন ব্যান করলো?
●দিল্লি।
৫.কোন রাজ্য অমরকন্টকে ‛Maa Narmada Lok’ প্রজেক্ট ঘোষণা করলো?
●মধ্যপ্রদেশ।
৬.কবে বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয়?
●১৩ আগস্ট।
৭.কোথায় 69th Nehru Trophy Boat Race আয়োজিত হল?
●কেরালা।
৮.মায়রা গ্রোভার কোন দেশের পার্লামেন্টের থেকে Empowered Women Icon Award পেল?
●যুক্তরাজ্য (UK)।
৯.কোন দেশের জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেল?
●ইন্দোনেশিয়া।
১০.কে পুনরায় Indian Oil Corporation Limited পদে নিযুক্ত হলেন?
●শ্রীকান্ত মাধব বৈদ্য।
১১.মেয়েরা নিচু হয়ে প্রণাম করলে ছেলেরা তার কি দেখতে পায়?
●সংস্কার (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।