Interview Question : বিছানায় স্বামীরা কি করলে স্ত্রীদের কষ্ট হয়?

চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন তরুণ প্রজন্ম। আসলে বর্তমান সময় চাকরি পাওয়ার জন্য কেবলমাত্র মোটা মোটা বই পড়লেই হয় না থাকতে হয় সাধারণ জ্ঞান সম্পর্কে চর্চা। সাধারণ জ্ঞান সম্পর্কে পটু না হওয়ার কারণে চাকরি হয়েও হচ্ছে না অনেকের। আর এতেই মাথায় চিন্তার ভাঁজ এসেছে বর্তমান প্রজন্মের।
তবে চিন্তা নেই, Humppy নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু চলে এসেছি আমরা। সরকারি হোক কিংবা বেসরকারি যেকোনো চাকরির ইন্টারভিউতেই বর্তমানে প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। আসলে চাকরিপ্রার্থীর বুদ্ধির বিচার করার জন্যই এহেন প্রশ্ন করে থাকেন ইন্টারভিউয়াররা।
1) কোন রাজ্য মহিলাদের জন্য তৈরি করতে চলেছে Pink Toilet?
- উত্তর : ত্রিপুরা
2) কোন রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে সাইবার ক্রাইম স্টেশন?
- উত্তর : উত্তর প্রদেশ।
3) Shell India-র কান্ট্রি চেয়ারম্যানের নাম কী?
- উত্তর : মানসি মদন ত্রিপাঠী।
4) কে জিতলেন ET Leadership Excellence Award?
- উত্তর : পারমিত সিং সুদ
5) সম্প্রতি কোন মেডেল জিতলেন নীরাজ চোপড়া?
- উত্তর : রূপো, Zurich Diamond League 2023 এ এই মেডেল জিতলেন তিনি।
6) বলুন তো দেখি কাদের জন্য নতুন ডিভাইস তৈরি করল ISRO?
- উত্তর : মৎস্যজীবী।
7) বিছানায় স্বামীরা কি করলে স্ত্রীদের কষ্ট হয়?
- উত্তর : নাক ডাকলে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।