Offbeat

Interview Question : ছেলেরা কোন জিনিসটি খেতে না চাইলেও মেয়েরা জোর করে খাওয়ায়?

‛ছেলেরা কোন জিনিসটি খেতে না চাইলেও মেয়েরা জোর করে খাওয়ায়’? ধরুন পরীক্ষার হলে আপনাকে এমনই একটি প্রশ্ন করা হল। আপনি তাহলে কি করবেন বলুন তো? আদেও কি আপনার কাছে এই প্রশ্নের উত্তর আছে? আবার অনেকে এও ভাবতে পারেন যে, পরীক্ষার হলে এই ধরণের প্রশ্ন কেন করা হবে? তাহলে বলি শুনুন। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ সবকিছুতেই অনেক বেশি পারদর্শী।

প্রত্যেকেই এখন প্রত্যেককে প্রতিটি কাজে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। সকলেই এখন চায় ভালো পড়াশোনা করে চাকরি করে নিজের একটি জায়গা করে নিতে। তবে, চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান।

আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।

১.বিশ্বের বৃহত্তম দেশগুলির তালিকায় ভারতের স্থান কত?
সপ্তম।

২.কাগজের আবিষ্কার প্রথম কোন দেশে হয়?
চীন দেশে।

৩.এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
মালদ্বীপ।

৪.ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি জল ব্যবহার করে?
মহারাষ্ট্র।

৫.ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি?
মহারাষ্ট্রের তারাপুর।

৬.মেয়েদের স্নানের পর কোন জিনিসটি ভেজে না?
তার ছায়া।

৭.কোন শহরে পুলিশ সাদা ইউনিফর্ম পরে?
কলকাতা।

৮.কোন প্রাণীটি টানা ৬ দিন তার শ্বাস আটকে রাখতে পারে?
কাঁকড়া বিছা।

৯.কোন কাজটি করার সময় ছেলেরা ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা বলে আরও করো?
শপিং।

১০.ছেলেরা কোন জিনিসটি খেতে না চাইলেও মেয়েরা জোর করে খাওয়ায়?
ধোঁকা (আসলে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

তাহলে জেনে গেলেন নিশ্চই পরীক্ষার হলে বুদ্ধি পরীক্ষা করার জন্য কি ধরণের প্রশ্ন করা হয়।