Offbeat

Interview Question : ছেলেরা ক্লান্ত হলেও মেয়েরা বলে আরও করো, কি সেই কাজ?

চাকরির পরীক্ষায় একে অপরকে ক্রমশ টেক্কা দিয়ে চলেছে তরুণ প্রজন্ম। আসলে বর্তমান সময় পড়াশোনা সম্পন্ন করে সকলেই হতে চাইছেন স্বাবলম্বী। আর সে কারণেই কলেজ সম্পূর্ণ হতে না হতেই শুরু করছেন চাকরির খোঁজ। তবে কেবলমাত্র পুঁথিগত বিদ্যার ভার মজবুত হলেই কিন্তু ভালো চাকরি পাওয়া যাবে না। সঙ্গে অবশ্যই চাই সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের ভরপুর নলেজ।

ছোটবেলায় কমবেশি আমরা সকলেই পাঠ্যপুস্তকের পাশাপাশি নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের বই পড়েছি। যদিও বর্তমানে আর সে নিয়ে হয় না চর্চা। আর এতেই কিন্তু সমস্যা বাড়ছে বর্তমান প্রজন্মের। আসলে চাকরি সরকারি হোক কিংবা বেসরকারি ইন্টারভিউ পর্বে প্রাধান্য দেওয়া হচ্ছে বিভিন্ন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলিতে। আপনাদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম আমরা। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) ‘প্রয়াগ প্রস্তুতি’ কোন সামরিক অভিযান সম্পর্কে তথ্য দেয়?

  • উত্তর : সমুদ্রগুপ্তের সামরিক অভিযানের নানান তথ্য পাওয়া যায় প্রয়াগ প্রস্তুতি থেকে।

2) সূর্যের পারমানবিক জ্বালানীকে কী বলে?

  • উত্তর : হাইড্রোজেন

3) পাকিস্তানের পূর্ববর্তী রাজধানীর নাম কী?

  • উত্তর : করাচি

4) ভারতের বৃহত্তম নদ বলা হয় কাকে?

  • উত্তর : নীলনদ

5) মানবদেহের কোথায় পাওয়া যায় ইনসুলিন হরমোন?

  • উত্তর : অগ্ন্যাশয়ে

6) ছেলেরা ক্লান্ত হলেও মেয়েরা বলে আরও করো, কি সেই কাজ?

  • উত্তর : শপিং করার সময় (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।