ইন্টারভিউ প্রশ্ন : বিয়ের পর ছেলেদের কোন জিনিসটি বেড়ে যায়?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

General Knowledge : বর্তমানে কমবেশি আমাদের সকলের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে সাধারণ জ্ঞান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হোক অথবা চাকরির ইন্টারভিউ দিতে হোক সব ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। ছোটবেলায় আমরা কমবেশি সকলেই সাধারণ জ্ঞানের বই পড়ে থাকলেও বর্তমানে আর সে নিয়ে চর্চা না হওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই। আবার অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিংবা ভালো চাকরি পাওয়ার জন্য ভরসা রাখছেন সাধারণ জ্ঞানে। আজকের প্রতিবেদনেও তুলে ধরা হল বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর।
1) Entertainment Policy Council এর চেয়ার পারসন পদে নিযুক্ত হলেন কে?
- উত্তর : সম্প্রতি হরিয়ানা রাজ্যের Entertainment Policy Council এর চেয়ার পারসন পদে নিযুক্ত হলেন মিতা বশিষ্ঠা
2) ভারতে মোট কয়টি এলিফ্যান্ট করিডর রয়েছে?
- উত্তর : 150 টি
3) Solar Energy Corporation of India এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
- উত্তর : যোশীত রঞ্জন শিকিদার
4) 8th Eastern Economic Forum- এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে?
- উত্তর : সর্বানন্দ সনোয়াল
5) কোন এয়ারলাইন কোম্পানি লঞ্চ করল ‘Project Abhinandan’?
- উত্তর : Air India
6) মঙ্গল গ্রহে সফলভাবে অক্সিজেন তৈরি করল কোন সংস্থা?
- উত্তর : NASA র MOXIE নামক যন্ত্র মঙ্গল গ্রহে সফলভাবে অক্সিজেন তৈরি করল।
7) কোন সরকার লঞ্চ করেছে নন্দিনী কৃষক সমৃদ্ধি?
- উত্তর : উত্তর প্রদেশ
8) 3 রা সেপ্টেম্বর সনাতন ধর্ম দিবস হিসেবে ঘোষণা করল কোন দেশ?
- উত্তর : আমেরিকা
9) কবে পালিত হয় ইঞ্জিনিয়ার দিবস?
- উত্তর : 15 ই সেপ্টেম্বর ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়।
10) বিয়ের পর ছেলেদের কোন জিনিসটি বেড়ে যায়?
- উত্তর : দায়িত্ব ও কর্তব্য (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।