Offbeat

ইন্টারভিউ প্রশ্নঃ বিয়ের পরে ছেলেদের কোন জিনিসটি বেড়ে যায়?

Advertisement
Advertisements

Interview Questions: ইন্টারভিউতে একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। আর তার জন্যই কার্যত স্বপ্নের চাকরি হাত ছাড়া হয়েছে। এমনটা কি হয়েছে? পুঁথিগত বিদ্যা থাকলেই কিন্তু চাকরি হবে এমনটা নয়। আসলে মাঝে মাঝে নিজেদের বুদ্ধি ও IQ আমাদের সবথেকে বেশি কাজে লাগে। যে কারণে ইন্টারভিউতে জানা ও মজাদার প্রশ্নের উত্তরও অনেকেই দিতে পারেন না। আর সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে।

১) আমাদের দেশের মৃত্তিকা গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ভারতের, উত্তরাখন্ড রাজ্যের দেরাদুন শহরে।

২) মহিলাদের শরীরে কোথায় আঙ্গুল দিলে সাথে সাথেই জল বেরিয়ে আসে জানেন?

উত্তর : চোখে আঙ্গুল দিলে জল বেরোয়।

৩) সর্বদা অন্যের মুখে খাবার তুলে দেয় কিন্তু নিজে সে উপবাসে থাকে এমন জিনিস কি জানেন?

উত্তর : চামচ

৪) আমাদের রাজ্যের মধ্যে কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়?

উত্তর : বর্ধমান

৫) পাকিস্তান ও ভারতের সীমানা নির্দেশ করে কোন লাইন?

উত্তর: র‍্যাডক্লিফ লাইন।

৬) ভারতের সবথেকে বড়ো রাজ্যের নাম তো জানেন, কিন্তু দেশের সবথেকে জনবহুল শহর কোনটি বলতে পারবেন?

উত্তর – মুম্বাই

৭) দিল্লি বিমান বন্দরের আসল নাম কি?

উত্তর – ইন্দিরা গান্ধী বিমানবন্দর।

৮) আপনি পিছিয়ে গেলেও কোন জিনিষটি আপনার আগে থাকবে বলুন তো?

উত্তর – আপনার ভবিষ্যত

১০) ছেলেদের জীবনে বিয়ের পর কোন জিনিসট অতিরিক্ত বৃদ্ধি পায়?

উত্তর – সবার কাঁধে অনেক দায়-দায়িত্ব বৃদ্ধি পায়।

১১) দেশের সবথেকে বৃহৎ পেট্রো রসায়ন শিল্প কোন রাজ্যে গড়ে উঠেছে?

উত্তর – গুজরাট রাজ্যের জামনগরে সবথেকে বৃহৎ পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে।

১২) কোন জিনিষটি স্বামী তাঁদের স্ত্রীয়ের কাছ থেকে কোনোদিন নেয় না?

উত্তর : তাঁদের পদবী

বিঃদ্রঃ – সম্প্রতি আপনার যদি কোনো চাকরির সাক্ষাৎকার থাকে তাহলে অতি অবশ্যই আমাদের প্রতিবেদনের এই প্রশ্ন গুলি দেখে যান। কে বলতে পারে এই কয়েকটি প্রশ্নই হয়তো আপনাকে চাকরির নতুন ঠিকানা খুঁজে দিলো।