Advertisement
Offbeat

ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা মজা নেয়? ৯৯% মানুষ বলতে গিয়ে মাথা চুলকাচ্ছেন

Advertisement
Advertisements

আপনি কি IAS বা IPS হবার স্বপ্ন দেখেন? কার্যত প্রতিটি পড়ুয়া নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রানপন চেষ্টা করছেন। তবে শুধুই কিছু বই পড়লেই আপনি নিজের স্বপ্নের চাকরি পেয়ে যাবেন না। যেকোনোও চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। তাই সেই সময়ে দরকার সাধারণ জ্ঞানের। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য এমন ১০টি প্রশ্নের তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের ইন্টারভিউ রাউন্ডে দারুণ কাজে দেবে। নিচে দেখে নিন সেই বিশেষ ১০টি প্রশ্ন ও তার উত্তর –

ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা মজা নেয়? ৯৯% মানুষ বলতে গিয়ে মাথা চুলকাচ্ছেন

Advertisements

১) ভারত স্বাধীন হবার পূর্বে ভাইসরয় কে ছিল?

Advertisements

উত্তর – লুই মাউন্টব্যাটেন।

২) আন্দামান-নিকবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি?

উত্তর – পোর্ট ব্লেয়ার।

৩) ছেলেদের কোন জিনিসের উপর মেয়েরা দীর্ঘ সময় ধরে বসে থাকে?

উত্তর – বাইক অথবা গাড়িতে। (বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন)

৪) কোন দেশ পৃথিবীতে সবথেকে বেশি মাখন ও ঘি উৎপাদন করে?

উত্তর – ভারত।

৫) ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সোনা উত্তোলন করে?

উত্তর – কর্ণাটক।

৬) ভারতের কোন রাজ্য থেকে প্রথম খনিজ তেল পাওয়া গিয়েছিলো?

উত্তর – আসাম।

৭) কোন কারণে আকাশে রাতের বেলা তারাদের মিটমিটে করতে দেখা যায়?

উত্তর – আলোর প্রতিসরণের ফলে।

৮) কোন ভিটামিনের জন্য রক্ত জমাট বাঁধে?

উত্তর – ভিটামিন K।

৯) বিমান তৈরিতে কোন খনিজ ব্যবহার করা হয়?

উত্তর – বক্সাইট।

১০) চুনাপাথর একটি ধাতু না অধাতু?

উত্তর – একটি অধাতু খনিজ পদার্থ।