GK কুইজঃ ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? 95% মানুষ জানে না!

General Knowledge Quiz: পড়াশোনা সম্পন্ন করেই স্বাবলম্বী হতে চাইছেন বর্তমান প্রজন্ম। আর সে কারণেই একের পর এক পরীক্ষা দিয়ে চলেছেন অনেকেই। তবে এমন অনেকেই আছেন যারা ইন্টারভিউ এর কথা শুনলেই ভয় পান। আসলে বর্তমান সময় পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। আর এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে চর্চা না থাকার কারণেই সমস্যা বাড়ছে তরুণ প্রজন্মের। তবে চিন্তা নেই, আপনাদের জন্য নিত্যদিন সাধারণ জ্ঞান সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হই আমরা। তাহলে চলুন আজকের প্রশ্ন উত্তর গুলি দেখে নেওয়া যাক।
1) কোন রাজ্যের বিখ্যাত উৎসব বিহু?
- উত্তর : আসাম
2) কোন ভিটামিন রয়েছে আমলায়?
- উত্তর : ভিটামিন সি
3) ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কী?
- উত্তর : লর্ড মাউন্টব্যাটেন
4) কোন দেশে আবিষ্কার হয় কাগজের?
- উত্তর : চীন
5) কে আবিষ্কার করেছিলেন টেলিভিশন?
- উত্তর : জন লগি বেয়ার্ড
6) কাকে পাঞ্জাব কেশরী বলা হয়?
- উত্তর : লালা লাজপত রায়
7) ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী?
- উত্তর : সরোজিনী নাইডু
8) মুলশঙ্কর কার নাম?
- উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম মুলশঙ্কর।
9) ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদয় হয়?
- উত্তর : অরুণাচল প্রদেশ