Offbeat

চোখের পরীক্ষা: এতগুলো ‘ENENY’ শব্দের মধ্যে আছে ১ টি ‘ENEMY’ লেখা, খোঁজার জন্য রইলো ৬ সেকেন্ড সময়

Advertisement
Advertisements

Optical Illusion: ছোট থেকে স্কুলে কমবেশি সবাই ইংরেজি শেখার উপর জোর দেন। বড়ো হবার সাথে সাথেই কিন্তু ইংরেজি আমাদের বহু কাজে লাগে। তবে অনেক সময় শেখা জিনিস আমরা ভুল করি। যেমন আজকের এই ফটোতে ইংরেজি শব্দ কিন্তু ভুল আছে। আপনি নিশ্চয়ই ইংরেজি জানেন ও ভুল দেখলে সংশোধন করে দিতে পারবেন। কি পারবেন তো? আজকের অপটিক্যাল ইলিউশনটি কিন্তু আমরা ঠিক এমনই  নিয়ে হাজির হয়েছি।

সম্পূর্ণ ফটো জুড়ে দেখুন ‘ENENY’ লেখা আছে। জানি আপনি একটু স্তভিত হয়েছেন। কিন্তু মজাদার এই অপটিক্যাল বিভ্রমটি তৈরী হয়েছে এমন সুন্দরভাবে। যেখানে এই বিশেষ শব্দের মধ্যে একটি অন্য শব্দ লুকিয়ে পড়েছে। আপনাকে কিন্তু অবিলম্বে সেই শব্দটি খুঁজে বের করতে হবে। বর্তমানে খুবই এই ধরণের খেলার চল হয়েছে। তাই অবসর সময়ে সবথেকে বেশি এই খেলাতেই মত্ত থাকেন নেটিজেনরা। আপনিও তাহলে আজ এই খেলায় অংশগ্রহণ করতে পারেন।

চোখের পরীক্ষা: এতগুলো ‘ENENY’ শব্দের মধ্যে আছে ১ টি ‘ENEMY’ লেখা, খোঁজার জন্য রইলো ৬ সেকেন্ড সময়

সময় কিন্তু পাবেন আপনি ৬ সেকেন্ড। তার মধ্যেই উত্তর দিতে হবে। চেষ্টা করুন তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মানুষেরা একমাত্র উত্তর দিতে পারবেন। তাহলে নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হচ্ছে আপনার। সঠিক উত্তর দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে যান। ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে চলেছে ক্রমাগত। সময় প্রায় শেষের পথে কি আপনিও পারলেন না তাহলে সঠিক উত্তর দিতে।

চোখের পরীক্ষা: এতগুলো ‘ENENY’ শব্দের মধ্যে আছে ১ টি ‘ENEMY’ লেখা, খোঁজার জন্য রইলো ৬ সেকেন্ড সময়

চলুন আমরাই আপনাকে সেই পাঁচটি শব্দ কি হবে সেগুলি বলে দিচ্ছি। ১৪ নম্বর লাইনের ৫ নম্বর সারিতে দেখুন ‘ENEMY’ শব্দটি লেখা আছে। ফটোর মধ্যেই নির্দিষ্ট মার্ক করে দেওয়া হলো বোঝার সুবিধার জন্য। কেমন লাগলো আপনাদের এই ধাঁধা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের বার আবার এমনই সুন্দর খেলা নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো খুব তাড়াতাড়ি।