Brain Teaser: কেবল ১% পাশ! বলতে পারবেন কে নকল হেয়ার স্টাইলিস্ট? রইলো ১১ সেকেন্ড সময়

Brain Teaser: মনোযোগী ও উচ্চ দৃষ্টি শক্তি ব্যক্তিরা সময় নষ্ট করতে চান না। যে কারণেই তো অবসর সময়কে কাজে লাগান তারা। বিভিন্ন ধাঁধা কিংবা মগজের শান দেওয়ার খেলায় নিজেকে যুক্ত করেন। আপনি নিজেও কি একজন এই ধরণের মানুষ? তাহলে নিশ্চয়ই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই ধরণের খেলা গুলি খেলতে পছন্দ করেন? আজকের প্রশ্নের উত্তর দিন তাহলে। এই পার্লারে উপস্থিত নকল কেশবিন্যাসকারী মহিলাটিকে খুঁজে বের করুন।
দেখুন তো সহজ অথচ বুদ্ধির (Intelligence) খেলার এই উত্তরটি আপনি দিতে পারেন কি না? বাঁ দিক থেকে ফটোটি আগে দেখুন। পার্লারে চেয়ারে দুটি মহিলা বসে আছেন। আর তার পিছনে দাঁড়িয়ে আছে দুটি মহিলা। কিন্তু একজন চুল কাটতে জানে না। শুধুই হাতে কাঁচি নিয়ে মিথ্যা প্রতারনা করছে। কে সে? তাঁকে খুঁজে বের করার দায়িত্ব আপনার।
আমাদের প্রতিবেদনের মাধ্যমে তো জানা যাবেই উত্তর। কিন্তু তার আগে আপনাকে উত্তর দিতে হবে। এই দুর্দান্ত ধাঁধাটি কিন্তু সোশ্যাল মাধ্যমে এখন ট্রেনডিং চলছে তা বলাই যায়। সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে ১১ সেকেন্ড সময় দেওয়া হবে। আপনি কি এখনই সঠিক উত্তর খুঁজে পেয়ে গেছেন। না পেয়ে থাকলে চিন্তা নেই আমরা সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো।
সময় এগিয়ে চলেছে।
তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।
৩…২….১…
আপনার সময় কিন্তু শেষ হয়ে গেল। ফটোটি ভালো করে লক্ষ্য করুন। দুজন কেশবিন্যাসকারীর হাতেই দেখা যাচ্ছে কাঁচি আছে। কিন্তু এক মিনিট, ফটোতে বাঁ দিকে উপস্থিত মহিলার অন্য হাতে কি এটা। দেখে মনে হচ্ছে এটা পোকামাকড় তাড়ানোর স্প্রে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে ফটোতে থাকা বাঁ দিকের মহিলাটি নকল কেশবিন্যাসকারী। ফটোর মধ্যে দিয়ে নির্দিষ্ট মার্ক করেও দেওয়া হলো আপনাদের বোঝার সুবিধার জন্য। যারা উত্তর দিতে পেরেছেন তাদের বলতেই হবে অবশ্যই তারা সবাই জিনিয়াস।