OffbeatOptical Illusions

চোখের পরীক্ষা : এতগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে একটি আলাদা, আপনার দৃষ্টিশক্তি ৫০/৫০ হলে খুঁজে পাবেন

Optical Illusion: সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়া। নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার ছবি। তবে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে একেবারে শীর্ষস্থান দখল করেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এগুলি আসলে কেবলমাত্র ধাঁধা নয়। সাধারণত নিজের চোখের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিতে কিংবা মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিতে এ ধরনের ধাঁধায় ভরসা রাখছেন সাধারণ। এমনকি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মস্তিষ্কের বিকাশ ঘটাতেও সাহায্য করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবি থেকে ব্যতিক্রমী ফ্রেঞ্চ ফ্রাই খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদের।

Today’s Optical Illusion

Humppy.com নিত্যদিনের মতোই আজও আপনাদের জন্য নিয়ে এসেছে অপটিক্যাল ইলিউশন খেলা (Optical Illusion)। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একগুচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই। খালি চোখে সেগুলিকে একরকম মনে হলেও রয়েছে ব্যতিক্রম। আর ব্যতিক্রমী ফ্রেঞ্চ ফ্রাইটি খুঁজে নিতে হবে আপনাদের। এর জন্য অবশ্য সময় পাবেন 15 সেকেন্ড

সময় কিন্তু শুরু হয়ে গেছে

5

4

3

2

1

খুঁজে পেলেন? পাননি বুঝি? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সমগ্র ছবিতে কেবলমাত্র একটি ফ্রেঞ্চ ফ্রাই ব্যতিক্রমী।

দ্বিতীয়বার শুরু হল সময

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেখুন, ছবির ডান দিক থেকে বাম দিকের 5 নম্বর স্তম্ভের উপরের দিক থেকে 2 নম্বরের ফ্রেঞ্চ ফ্রাইটা আলাদা। আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাতিক্রমী ফ্রেঞ্চ ফ্রাইটি লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হলো।

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে এমন মজার মজার খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।