Interview Question : শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেই জিনিস?

General Knowledge : সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়া সর্বত্রই এখন ট্রেন্ডে চলছে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি একদিকে যেমন আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে ঠিক তেমনই ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রেও ভীষণ জরুরী। আসলে বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় চাকরির ইন্টারভিউতেই চাকরি প্রার্থীর বুদ্ধি বিচার করবার জন্য নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে।
যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রেই ইন্টারভিউ রাউন্ড অতিক্রম করা ভীষণ জরুরী। তবে বর্তমানে ইন্টারভিউয়াররা বেশি প্রাধান্য দিচ্ছেন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরে। আর এতেই বাড়ছে চাকরিপ্রার্থীদের সমস্যা। আসলে বর্তমান সময়ে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে চর্চা না থাকার কারণেই সমস্যার মুখে পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। তবে চিন্তা নেই। অন্যান্য দিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর।
1) কোন দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেছে চীন?
- উত্তর: আফগানিস্থান
2) কোন প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা?
- উত্তর: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
3) কোন দেশের সঙ্গে হাত মিলিয়ে ‘বিনিয়োগ ফোরাম 2023’ আয়োজন করল ভারত?
- উত্তর: সৌদি আরব
4) ‘বাঁধ সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন’ আয়োজন করল কোন কেন্দ্রীয় মন্ত্রক?
- উত্তর: জলশক্তি মন্ত্রণালয়।
5) ভারতে রয়েছে মোট কয়টি এলিফ্যান্ট করিডর?
- উত্তর: 150 টি
6) Solar Energy Corporation of India এর ডিরেক্টরের নাম কী?
- উত্তর: যোশীত রঞ্জন শিকদার
7) ‘Project Abhinandan’ লঞ্চ করল কোন এয়ার লাইন?
- উত্তর: Air India
8) সরপঞ্চ সম্বাদ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করল কোন রাজ্য?
- উত্তর: আসাম
9) শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেই জিনিস?
- উত্তর: ঘরের দরজার খিল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।