৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ! আপনি কি পারবেন ছবিতে উল্লেখিত প্রশ্নের উত্তর দিতে?

সোশ্যাল মিডিয়াতে এখন জ্ঞানের অভাব নেই। অ আ থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে। ঠিক তেমনই ধাঁধা কিংবা নম্বর সিরিজের মজার প্রশ্নের উত্তর আমাদের সামনে এখন এসে যায়। যে কারণে নিমেষের মধ্যে সেই ছবি দেখে উত্তর দিতে পছন্দ করেন সাধারণ মানুষ। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে আপনাদের উদ্দেশ্যে একটি অংক দেওয়া হয়েছে। প্রথমে দেখুন কিছু যোগ করে সংখ্যা দেওয়া আছে যার সাথে যোগ করে উত্তর বের করতে হবে আপনাকে। এইভাবেই শেষের প্রশ্নবোধক স্থানে কি বসবে জানেন? তবে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে আপনার কাছে এই বিশেষ অংকের মাধ্যমে সঠিক উত্তর বের করার জন্য।
ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে আপনার। কি পারলেন না তাই তো? তবে অনেকেই কিন্তু পেরেছেন এই উত্তর দিতে তাই তাদের বুদ্ধিমান বলতেই হয়। খুবই সহজ এই ধাঁধার উত্তর চলুন এবার আপনাদের জন্য দিয়ে দেওয়া যাক। ফটোতে দেওয়া সংখ্যা গুলিকে ভালো করে দেখুন। শুধুমাত্র যোগ নয় তার সাথে গুন করেই ফলাফল নির্ণয় করতে হবে।
1+4= 5 হয়েছে যা কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে।
(1*4+1) = 5 এই প্যাটার্ন অনুযায়ী বের করতে হবে ধাঁধাটির উত্তর। তাহলে বাকি গুলি (2*5+2)=12, (3*6+3)=21
ঠিক এইভাবেই শেষের উত্তরটি হবে (8*11+8)=96
আপনাকে বোঝার সুবিধার জন্য করেও দেখানো হলো। তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই ধরণের উত্তর কিন্তু দিতে পারবেন যদি IQ ভালো থাকে। তাই বেশি করে এই ধরণের আরও প্রশ্নের উত্তর করার চেষ্টা করুন ও আমরাও প্রতিদিন এই ধরণের মজার প্রশ্ন নিয়ে হাজির হবো আপনাদের সামনে।