×
Offbeat

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি শিয়াল, রইলো ১৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

ইলিউশন মানের চোখের ধাঁধা ঠিক যেমনটা ম্যাজিক এর মধ্যে দেখানো হয়। সম্পূর্ণ খেলাটাই কিন্তু চোখের সামনে আছে তবে আমরা কোনোভাবেই ধরতে পারি না। ঠিক তেমনই এখন এই অপটিক্যাল ইলিউশন কিংবা ফটোর মাধ্যমে খেলার বেশ নাম হয়েছে। যে কারণে হামেশাই এই ধরণের খেলা ভাইরাল ও হচ্ছে। ঠিক তেমন আবার একটি ফটোর মাধ্যমে ধাঁধা খেলা ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।

ফটোতে দেখা যাচ্ছে একটি বনের চিত্র। কিছু সবুজ গাছ পালা ও তার মধ্যেই লুকিয়ে আছে একটি প্রাণী। শুনে নিশ্চয়ই চমকে গেলেন? হ্যাঁ এর মাঝেই চুপ করে লুকিয়ে আছে একটি শিয়াল। যেখানে আপনাকে খুঁজে বের করতে হবে ফটোর মধ্যে থেকে। অবশ্য এর জন্য আপনি ১৫ সেকেন্ড সময় পাবেন।

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি শিয়াল, রইলো ১৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

চিন্তা করবেন না আসতে আসতে চেষ্টা করুন আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে। আসলে সহজ মনে হলেও কিন্তু মাত্র ১% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছে এই প্রশ্নের। ধীরে ধীরে কিন্তু সময় শেষের পথে। আপনিও তাহলে পারলেন না উত্তর দিতে।

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি শিয়াল, রইলো ১৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

ফটোর মাঝ বরাবর দেখুন সোজা গাছের গোড়ায় একটা শিয়াল দেখতে পাবেন। চুপ করে সে দাঁড়িয়ে আছে। শিয়ালটি গাছের রঙের তাই অনেকেই এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারেনি। পরেরবার আসা করছি আপনি এমন ধরণের সহজ প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দিতে পারেবেন।