বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে কোন সবজির কথা বোঝানো হয়েছে, ৯৯% মানুষ হয়েছেন ব্যার্থ

ছোট শিশুদের মাথার বুদ্ধি বাড়ানোর জন্য বিশেষ খেলায় সামিল করানো হয়। তাই সেই সময় যদি আপনি দৃষ্টি শক্তি প্রকট করার খেলা খেলতে দেন তাহলে চিন্তা নেই। অনায়েসেই আপনি চাইবেন আপনার শিশু হয়ে উঠুক সবথেকে বুদ্ধিমান (Intelligent)। তাই জন্যই শিশুদের বুদ্ধি বৃদ্ধি ও ইংরেজি শব্দ শেখার একটা দুর্দান্ত কৌশল নিয়ে হাজির হয়েছি। আপনার শিশুকে অবশ্যই এই খেলাটি খেলতে আগ্রহ জাগাবেন যা পড়া ও বুদ্ধি উভয় একসাথে করতে সাহায্য করবে। আগে প্রশ্নটি দেখে নেওয়া যাক।
একটি নয় বরং দুটি ফটো সাংকেতিক চিহ্ন হিসাবে ব্যাবহার করা হয়েছে। ফটোর বাঁ দিকে আছে একটি গাড়ির ছবি। আর একদম ডানদিকে আছে ইঁদুরের একটি ফটো। এবার এই দুটি সংকেত একত্রে করলে আপনি পাবেন একটি জনপ্রিয় সবজির নাম। সেই নামটি আপনাকে বের করতে হবে। মাত্র ১৫ সেকেন্ড সময় থাকলে সঠিক উত্তর দেওয়ার জন্য।
আপনার সময় এখন থেকেই শুরু হচ্ছে।
তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।
৫…৪…৩…২…১…
আপনার সময় শেষ হয়ে গেল। এবার আপনাদের প্রতিবেদনের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ছবিতে প্রথম সংকেত আছে একটি গাড়ি আর দ্বিতীয় সংকেত আছে একটি ইঁদুর। গাড়ির ইংরেজি Cat ও ইঁদুরের ইংরেজি Rat। এবার এগুলি একত্রে করলে হচ্ছে Car+ Rat = Carrot কিংবা বাংলায় যাকে বলা হয় গাজর। বিখ্যাত এই সবজির নাম কিভাবে সংকেতের মাধ্যমে প্রকাশ পেলো নিশ্চয়ই বুঝতে পারলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকমই আরও বুদ্ধির খেলা নিয়ে হাজির হবো নিত্যদিন। তার জন্য আমাদের প্রতিবেদন নিয়মিত ফলো করতে হবে।