Offbeat

অঙ্কের ধাঁধা : 67, 68, 76, 103, 167, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে? বলতে পারলেই আপনি জিনিয়াস

Math Puzzle: মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে গাণিতিক ধাঁধার থেকে ভালো উপায় আর কিছু হতেই পারে না। নানান ধরনের গাণিতিক ধাঁধা সমাধানের ফলে গণিতের প্রতি বাড়ে আকর্ষণ। গাণিতিক ধাঁধা আত্মকেন্দ্রিক নির্ভরশীলতা বৃদ্ধি করে। বলা বাহুল্য, এ ধরনের ধাঁধা সমাধানের ফলে ইতিবাচক প্রভাব পড়ে আমাদের জীবনে।

আসলে অঙ্ক অনেকের কাছেই ভীষণ কঠিন। আবার আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা খুব সহজেই কঠিন কঠিন অঙ্কের সমাধান করে দিতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয় নানান ধরনের অঙ্কের ধাঁধা। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায় হল অঙ্কের ধাঁধা সমাধান।

Math Puzzle

humppy.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে আসে এমন অনেক খেলা যেগুলি মস্তিষ্কের জটিল জট খুলে দিতে সাহায্য করে। বাড়িয়ে তোলে দৃষ্টিশক্তি। আজকের প্রতিবেদনেও তুলে ধরা হলো একটি অঙ্ক। যদিও এটি সমাধান করতে গিয়ে মাথায় হাত পড়েছে জিনিয়াসের। দেখুন তো আপনি সমাধান করতে পারেন কী না? আপনাকে বলতে হবে 67, 68, 76, 103, 167,? যদিও এর জন্য আপনাকে দেওয়া হবে মাত্র 30 সেকেন্ড

কাউন্ট ডাউন প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

সমস্যা, 67, 68, 76, 103, 167,?

সমাধান,
67 + 1³ = 68
68 + 2³ = 76
76 + 3³ = 103
103 + 4³ = 167
167 + 5³ = 292

সময়ের মধ্যে যারা উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন। তবে যারা পারেননি তারা অপেক্ষা করুন। আগামীতে এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।