Offbeat

Interview Question : স্বামীর কোনটা মোটা হলে স্ত্রীরা ভীষণ খুশি হয় ও তৃপ্তি পায়?

বর্তমান সময়ের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।

১.মহারাষ্ট্র রাজ্যের দীর্ঘতম নদীর নাম কি?
●গোদাবরী।

২.নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
●মহাপদ্ম নন্দ।

৩.IBM এর পূর্ণরূপ কি?
●ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন।

৪. যুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কি?
●পরমবীর চক্র।

৫.ভারতে করোনাকে মহামারী হিসেবে ঘোষণাকারী প্রথম রাজ্য কোনটি?
●হরিয়ানা।

৬.গুপ্ত বংশের রাজাদের রাজধানী কি ছিল?
●পাটলিপুত্র।

৭.বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
●জেনেভা, ১৯৪৮ সাল।

৮.বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন কবে সংঘটিত হয়?
●১৯০৫ সালে।

৯.ইন্টারনেট সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল?
●আমেরিকার প্রতিরক্ষা গবেষণায়।

১০.স্বামীর কোনটা মোটা হলে স্ত্রীরা ভীষণ খুশি হয় ও তৃপ্তি পায়?
●মোটা উপার্জন অর্থাৎ টাকা। (আসলে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)

তাহলে জেনে গেলেন নিশ্চই কেমন ধরণের প্রশ্ন করা হয়।