বলুন তো 225÷25×3+3= কত? উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস!

Brain Teaser: ছোটবেলায় গণিতে ভালোছিলেন। কিন্তু বড়ো হতে হতে জীবন ও জীবিকা দুয়ের সাথে তাল মেলাতে গিয়ে অংক থেকে দূরে সরে গেছে। ভবিষ্যতেও যারা অংক নিয়ে এগিয়েছেন তাদের বিষয়টা অবশ্য আলাদা। অংক বিষয় খুব সহজ কিন্তু ভয়ে অনেকেই করেন না উল্টে হাত পা কাঁপতে থাকে। তবে সোশ্যাল মিডিয়া আপনাকে সুযোগ দিচ্ছে আবারো একবার সেই পুরোনো দিনে নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। সাধারণ অংকের মাধ্যমে দুর্দান্ত ধাঁধা নিয়ে হাজির হয়েছে আজ আমাদের প্রতিবেদন।
প্রশ্নে দেখুন বেশ কয়েকটি সংখ্যা দেওয়া আছে। সেই প্রশ্নটি হচ্ছে –
225÷25×3+3=?
অর্থাৎ সেই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটাই আপনাকে বের করতে হবে। মাত্র ২% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনারও সময় থাকবে ১৫ সেকেন্ড যা এখন থেকে শুরু হচ্ছে। এর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সেই ফাঁকেই দেখে নিন অংকের ধাঁধার উত্তর বের করার বিশেষ কিছু কৌশল –
১) খুব ভালো করে প্রশ্নটি প্রথমে পড়ুন।
২) প্রতিটি অংকের মধ্যে থেকে বিশেষ প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করার চেষ্টা করুন।
৩) যে প্যাটার্ন খুঁজে পেয়েছেন সেইভাবে অঙ্কটির উত্তর খুঁজে বের করুন।
৪) না মিললে অন্যভাবে চেষ্টা করতে পারেন।
৫) প্রতিদিন এই ধরণের প্রশ্ন চেষ্টা করলে অবশ্যই উত্তর পাওয়া যাবে।
অন্যদিকে আপনার উত্তর দেওয়ার সময় শেষ। এবার আমাদের উত্তরের সাথে আপনি যে অংকটি করেছেন সেটা মিলিয়ে দেখুন।
225÷25×3+3=?
> 9×3+3
> 27+3
> 30
তাহলে সেই প্রশ্নবোধক স্থানে বসবে 225÷25×3+3=30। খুব সহজ এই অংকের উত্তর কত তাড়াতাড়ি বের করা যায় তা দেখে নিজেও হয়তো বিস্মিত। আশা করা যায় অনেকের উত্তর ঠিক হয়েছে। কেমন লাগলো আপনাদের এই প্রশ্ন তা অবশ্যই জানাবেন।