OffbeatNews

ইলেকট্রিক মিটারে জ্বলা লাল আলোর জন্য মাসে বাড়তি কত টাকা দিতে হয়? জানলে চমকে যাবেন

মাসিক বিল ছাড়াও মিটারে লাল আলোর খাতিরে কত টাকা বাড়তি বিল আসে জানেন? আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। বর্তমানে প্রতিটি বাড়িতেই স্মার্ট মিটার বসানো হয়। আর সেই মিটারের মধ্যে লাল রঙের ছোট একটি আলো সারাক্ষন জ্বলতে দেখা যায়। এই লাল আলোর জন্য বিদ্যুৎ খরচ হওয়াটাই স্বাভাবিক।

তবে, বর্তমানে প্রতিটি স্মার্ট মিটারে এই লাল আলো দেওয়া শুরু হয়েছে। আসলে এই লাল আলোটি হল মিটার চালু থাকার প্রমান। এটির মাধ্যমেই আপনি নিশ্চিত হতে পারেন যে, আপনার মিটার চলছে। এমনকি তাতে বিদ্যুৎ খরচ হচ্ছে। তবে, স্মার্ট মিটারে থাকা আলোটি ১ ওয়াটের কম। যারফলে এই লাল আলো জ্বলায় একটি মাসে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

যারফলে ১ ইউনিট যদি ৮ টাকা হয় তাহলে আপনাকে প্রতিমাসে ওই ৮ টাকাই বেশি দিতে হবে। যদিও সেটা তেমন কোনো বিষয় নয়। আপাত দৃষ্টিতে দেখলে সকলেরই মনে হবে যে, প্রতিমাসে ৮ টাকা দেওয়া এ আর এমন কি কঠিন কাজ। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে, আপনার পাড়ায় কত বাড়ি বা কত ফ্ল্যাট আছে। আর তাতে কত কত পরিবার বসবাস করেন।

আর সেখানেও কিন্তু একইরকম ভাবে স্মার্ট মিটার রয়েছে। আর স্মার্ট মিটার থাকা মানেই তাতে রয়েছে লাল আলো। আর তাতে সারামাস মিলিয়ে ১ ইউনিট করে উঠছে। আর এভাবে প্রতিটি মিটার থেকে ৮ টাকা করে প্রত্যেক মাসে গোটা পাড়া থেকে কোম্পানিগুলি কত হাজার হাজার টাকা আয় করেন তা কি একবারও ভেবে দেখেছেন? ‛বাত্তি গুল মিটার চালু’ সিনেমাতেও এই বিষয়টি তুলে ধরা হয়েছিল।