×
Offbeat

বুদ্ধির খেলা: রাজকুমারীকে ঘর থেকে বেরোতে ৪ নং দরজা খুঁজতে সাহায্য করুন, রইলো ১৩ সেকেন্ড সময়

ইলিউশন মানের চোখের ধাঁধা ঠিক যেমনটা ম্যাজিক এর মধ্যে দেখানো হয়। সম্পূর্ণ খেলাটাই কিন্তু চোখের সামনে থাকে তবে আমরা কোনোভাবেই ধরতে পারি না। ঠিক তেমনই এখন এই অপটিক্যাল ইলিউশন কিংবা ফটোর মাধ্যমে খেলার বেশ নাম হয়েছে। যে কারণে হামেশাই এই ধরণের খেলা ভাইরাল ও হচ্ছে। ঠিক তেমনই আবার একটি ফটোর মাধ্যমে ধাঁধা খেলা ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।

ফটোতে দেখা যাচ্ছে এক রাজকন্যা একটি ঘরের মধ্যে আটকে গেছেন। কোনোভাবেই সে বেরোতে পারছেন না। কিন্তু তিনটি দরজা দেখা যাচ্ছে যার মধ্যে দিয়ে তিনি বাইরে বেরোতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে একমাত্র ‘4’ সংখ্যা যে দরজায় থাকবে সেই দরজা দিয়েই সে বেরোতে পারবেন। কিন্তু এমন তো কোনো দরজা দেখা যাচ্ছে না তাহলে কিভাবে সেই ঘর থেকে বেরোবেন রাজকন্যা?

বুদ্ধির খেলা: রাজকুমারীকে ঘর থেকে বেরোতে ৪ নং দরজা খুঁজতে সাহায্য করুন, রইলো ১৩ সেকেন্ড সময় -

রাজকন্যাকে সঠিক দরজা খুঁজে বের করার জন্য আপনি মাত্র ১৩ সেকেন্ড সময় পাবেন। চিন্তা করবেন না আসতে আসতে চেষ্টা করুন আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে। আসলে সহজ মনে হলেও কিন্তু মাত্র ১% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছে এই প্রশ্নের। তাই আপনাকে উত্তর দিতেই হবে তাই চেষ্টা চালিয়ে যান। ধীরে ধীরে কিন্তু সময় শেষের পথে আপনিও তাহলে পারলেন না উত্তর দিতে।

বুদ্ধির খেলা: রাজকুমারীকে ঘর থেকে বেরোতে ৪ নং দরজা খুঁজতে সাহায্য করুন, রইলো ১৩ সেকেন্ড সময় -

ফটোটি ভালো করে দেখুন, বামদিক থেকে প্রথম দরজার উপরে যে সিম্বলটি আছে সেটা ভাগ করলে ‘4’ হচ্ছে। দ্বিতীয় দরজায় ‘1’ ও শেষের দরজায় ‘2’। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে রাজকন্যা প্রথম দরজা দিয়ে বাইরে বেরোতে পারবেন। ফটোর মধ্যে আপনাদের এই নির্দিষ্ট ভাবে ধাঁধাটি বুঝিয়েও দেখানো হলো। পরেরবার আসা করছি আপনি এমন ধরণের সহজ প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দিতে পারেবেন।