Offbeat

বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে কোন সবজির কথা বোঝানো হয়েছে, ৯৯% মানুষ হয়েছেন ব্যার্থ!

ভালো চাকরি কিংবা উন্নত ব্যবসা করলেই কি আপনি একজন বুদ্ধিমান মানুষ? না, তা কখনোই নয়। কারণ বুদ্ধির পরীক্ষা কার্যত প্রতিদিনের জীবন থেকে পাওয়া যায়। আজকের প্রতিবেদন তৈরী আপনার বুদ্ধির পরিমাপ করার জন্য। কারণ আজকের খেলা কোনো ফটো থেকে লেখা বা সংখ্যা খুঁজে বের করার নয়। বরং ফটো গুলি যুক্ত করে একটি সবজির নাম তৈরী করতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়াতে এই খেলা নিয়ে ইতিমধ্যেই শোরগল পরে গেছে।

একটি বা দুটি নয় বরং তিনটি ফটো সাংকেতিক চিহ্ন ব্যাবহার করা হয়েছে ছবিতে। ফটোর বাঁ দিকে আছে একটি মাটির পাত্র মানে। মাঝে আছে একটি @, আর একদম ডানদিকে আছে পায়ের ছবি। এবার এই তিনটি সংকেত একত্রে করলে আপনি পাবেন একটি জনপ্রিয় সবজির নাম। সেই নামটি আপনাকে বের করতে হবে। মাত্র ১৫ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য।

আপনার সময় এখন থেকেই শুরু হচ্ছে।

তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।

৫…৪…৩…২…১…

আপনার সময় শেষ হয়ে গেল। এবার প্রতিবেদনের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। সংকেত গুলি দেখুন, মাটির হাঁড়ি আছে অর্থাৎ ইংরেজিতে বলা হয় ‘Pot‘, আছে একটি @ চিন্হ যাকে বলে At, এবং একটি পায়ের ছবি যেখানে আছে একটু বুড়ো আঙুল অর্থাৎ Toe। এবার এগুলি এক করলে হচ্ছে Pot+A+Toe= Potato কিংবা আলু। বিখ্যাত এই সবজির নাম কিভাবে সংকেতের মাধ্যমে প্রকাশ পেলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকমই আরও বুদ্ধির খেলা নিয়ে হাজির হবো নিত্যদিন। তার জন্য আমাদের প্রতিবেদন নিয়মিত ফলো করতে হবে।