Offbeat

স্বল্প দামে পুষ্টিকর খাদ্য! জেনে নিন কম দামে সেরা শাড়ির ঠিকানা

Advertisement
Advertisements

শাড়িতেই নারী! এই কথাটা বহুযুগ আগের থেকে চলে আসছে। একটা মেয়েকে শাড়িতে (Saree) যতটা সুন্দর লাগে তা বোধহয় আর কোনো কিছুতেই লাগে না। আর তাইতো প্রাচীনকাল থেকে মা-ঠাকুমারা শাড়ি পরে আসছেন। তবে আজকালকার যুগে মেয়েদের শাড়ি পড়ার প্রচলন কমই আছে। সকলেই ব্যস্ত বাইরের কাজে। আর সেই জায়গায় সালোয়ার, জিন্স-টপেই তারা বেশি স্বচ্ছন্দবোধ করেন।

তবে, বাড়ির অনুষ্ঠানে বলুন বা কোনো পুজো-পার্বনে মহিলারা কিন্তু বেশ গুছিয়ে শাড়ি পরেন। বিশেষ করে সরস্বতী পুজোর দিন তো বাচ্চা-বড় নির্বিশেষে সকলেই শাড়ি পরে ঘুরতে বেরোন। সেদিনকার জন্য যেন বাসন্তী রঙের শাড়ি চাইই চাই। তবে, অনেককেই আবার ভিন্ন ধরনের শাড়ি পড়তে দেখা যায়। কিন্তু শাড়ি কম-বেশি পড়া হলেও শাড়ির চাহিদা কিন্তু সবসময়ই বেশি।

স্বল্প দামে পুষ্টিকর খাদ্য! জেনে নিন কম দামে সেরা শাড়ির ঠিকানা

আর তাইতো শাড়ি প্রেমী নারীদের কথা চিন্তা করেই বাজারে নিত্যনতুন শাড়ি আসতে থাকে। আজ আপনাদের সঙ্গে এমন কয়েকটি শাড়ির নাম শেয়ার করবো যা মানে ভালো এমনকি দামেও কম। বিশেষ দিনটিকে আকর্ষণীয় করে তোলার জন্য একটা ভালো শাড়ি তো পরা জরুরিই বটে। চলুন তবে দেখে নেওয়া যাক কি সেই শাড়ি।

১.সিদ্ধিদাতা উইমেন্স কোটা কটন শাড়ি

কটন সিল্কের ট্র‍্যাডিশনাল এই শাড়িটি আপনি যেকোন অনুষ্ঠানে পড়তে পারেন। যার দাম মাত্র ২৮১ টাকা।

২.নিতান্ত ফ্যাব নেট শাড়ি

নেট মেটিরিয়ালের এই শাড়িটি পার্টিতে পরার জন্য একেবারে উপযুক্ত। সঙ্গে থাকে ব্লাউজ পিস। ব্লাউজ পিস সহ এই শাড়িটির দাম ৫৯৯ টাকা।

স্বল্প দামে পুষ্টিকর খাদ্য! জেনে নিন কম দামে সেরা শাড়ির ঠিকানা

৩. শাড়ি মল উইমেন্স জামদানী শাড়ি

শিফনের জামদানী স্টাইলের এই শাড়িটি দুর্দান্ত একটি শাড়ি। যেকোন অনুষ্ঠানেই আপনি এটি ক্যারি করতে পারেন। তবে, মনে রাখবেন পরার পর শাড়িটিকে অতি অবশ্যই ড্রাই ক্লিন বা মেশিন ওয়াশের মাধ্যমেই পরিষ্কার করতে হবে। এই শাড়ির দাম ৫৫৯ টাকা।

৪. ঐশ্বর্য শাড়িস

ঢাকাই রেশম মেটেরিয়ালের এই শাড়িটি বেশ সুন্দর। এটি আপনি পরার পর হাতে ধুতেও পারবেন। এই শাড়ির দাম ৮৪৯ টাকা।

৫. রেড শাড়ি হ্যান্ডলুম শাড়ি

কটন সিল্কের এই শাড়িটি যথেষ্ঠ আরাম দায়ক। যা আপনি হাতে ধুঁয়েই পরিষ্কার করতে পারবেন। এই শাড়িটির দাম ৯০৯ টাকা।

৬. সেরোনা ফেব্রিক উইমেন্স আসাম কটন সিল্ক শাড়ি

আসাম কটন সিল্ক জরির পাড় বসানো এই শাড়িটি বেশ গর্জিয়াস। টেমপল বর্ডারের এই শাড়িটির দাম ৮৯৯ টাকা।

৭. মাধব ফ্যাশন উইমেন্স শাড়ি

মিক্সড ফেব্রিকের এই শাড়িটি বেশ ভালো। এটি মেশিনে ধুতে পারেন। এই শাড়িটির দাম ৮১৯ টাকা

স্বল্প দামে পুষ্টিকর খাদ্য! জেনে নিন কম দামে সেরা শাড়ির ঠিকানা

৮. ইউ এস কে উইমেন্স খাদি কটন বেগমপুরি শাড়ি

কটনের এই শাড়িটি বেশ ভালো। যেকোন অনুষ্ঠানে পড়ার মতো। এই শাড়িটি আপনি পড়ার পর ড্রাই ক্লিনের মাধ্যমেই পরিষ্কার করতে হবে। শাড়িটির দাম পড়বে ৮১৯ টাকা।

তাহলে আর দেরি কিসের? আজই নিজের পছন্দ মতোন শাড়ি কিনে ফেলুন। আর অনুষ্ঠানে একেবারে তাক লাগিয়ে দিন।