Offbeat

GK কুইজঃ কোন জিনিস যা শুকিয়ে গেলে 2 কেজি, ভিজে গেলে 1 কেজি এবং পুড়ে গেলে 3 কেজি হয়?

GK Quiz: প্রকৃত মানুষের মতো মানুষ হতে গেলে সাধারন জ্ঞান সম্পর্কে থাকতে হবে নলেজ। আসলে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হোক কিংবা ভালো চাকরি পেতে হোক সব ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন সাধারণ জ্ঞানের। ছোটবেলায় কম-বেশি আমরা সকলেই সাধারণ জ্ঞান সম্পর্কিত একগুচ্ছ বই পড়লেও বর্তমানে আর সেই নিয়ে হয় না চর্চা। আর এতেই সমস্যায় পড়ছে তরুণ প্রজন্ম।

পড়াশুনা সম্পন্ন করে সকলেই ছুটছেন চাকরির খোঁজে। স্বাবলম্বী হওয়ার নেশায় মেতে উঠেছে তরুণ প্রজন্ম। তবে পুঁথিগত বিদ্যার ভার মজবুত হওয়া সত্বেও জুটেও জুটছে না চাকরি। কারণ অবশ্য একটাই। আর সেটা হল সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নের উত্তর না জানা। আসলে যে কোনো চাকরির ইন্টারভিউতেই গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। তাই এ ধরনের প্রশ্নের উত্তর না জানলেই বিপদ। না না, চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের জন্য আজকের প্রতিবেদনে বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা। তাহলে চলুন সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) কোন দেশের মানুষ যুদ্ধ করেন ষাঁড়ের সঙ্গে?

  • উত্তর : স্পেনের মানুষ।

2) কালো পতাকা কিসের প্রতীক?

  • উত্তর: প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কালো পতাকা।

3) কোন দেশ পরিচিত পৃথিবীর ছাদ নামে?

  • উত্তর: তিব্বত

4) সবচেয়ে বেশি আদা উৎপাদিত হয় কোথায়?

  • উত্তর: কেরালায়

5) কোন নদী পুরাতন গঙ্গা নামে পরিচিত?

  • উত্তর: গোদাবরী

6) দিনের আলোয় দেখা যায় না কোন জিনিস?

  • উত্তর: অন্ধকার

7) এমন একটি জিনিসের নাম বলুন যা শুকিয়ে গেলে ওজন হয় 2 কেজি, ভিজে গেলে ওজন হয় 1 কেজি আবার পোড়ালে সে ওজন বেড়ে যায় 3 কেজিতে?

  • উত্তর: সালফার

8) আচ্ছা বলুন তো জলে ভেজে না কোন জিনিস?

  • উত্তর: ছায়া