GK কুইজঃ বলুন তো, কোন রঙ দেখলে কুকুর রেগে যায়? ৯৯% মানুষ উত্তর জানেন না!
General Knowledge: বলুন তো দেখি কোন রং দেখলেই রেগে যায় কুকুর? উত্তরটা জানেন না 99% মানুষ

GK কুইজ: অজানাকে জানতে এবং অচেনাকে চিনতে নিত্যদিন দেশ-বিদেশে পাড়ি দিচ্ছেন তরুণ প্রজন্ম। আবার অনেকেই মুখ গুঁজে বসে থাকছেন সাধারণ জ্ঞানের নানান রকম প্রশ্ন উত্তরের বইতে। আসলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিংবা ভালো চাকরি পাওয়ার জন্য ভরসা রাখতেই হবে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান বইতে। আসলে বর্তমান সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং চাকরি ইন্টারভিউতে এ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে।
একজন চাকরি প্রার্থীর বুদ্ধির বিচার করার জন্যই ইন্টারভিউ পর্বে সাধারণ জ্ঞানের নানা প্রশ্নের ভরসা রাখছেন। সাধারণ জ্ঞান হল এমন একটি বিষয় যেখানে ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেও জানা যায় খুঁটিনাটি। আজকের প্রতিবেদনে তুলে ধরা হল তেমনই বেশ কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
1) মধ্যরাতে সূর্য দেখা যায় কোন দেশে?
উত্তর: নরওয়ে
2) চাঁদে জন্মায় কোন গাছ?
উত্তর: চাঁদে একমাত্র তুলার গাছ জন্মাতে পারে। অন্তত এমনটাই দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা।
3) কোন প্রাণীর জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতে?
উত্তর: মাছ
4) কোন গাছের দেহ হুবহু মানুষের মতো?
উত্তর: মেড্রেক গাছ
5) কোন দেশে রয়েছে সাদা জিরাফ?
উত্তর: কেনিয়াতে
6) সিংহের আগে কে ছিল জঙ্গলে রাজা?
উত্তর: হাতি
5) কোন রং দেখলে রেগে যায় কুকুর?
উত্তর: কালো