GK : কোন গাছ বাড়িতে লাগালে সাপ আসে না?

বলুন তো কোন গাছ বাড়িতে লাগালে সাপ আসে না? আজকালদিনের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।
আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
১.উদীয়মান সূর্যের দেশ কোন দেশকে বলা হয়?
জাপান
২.টু কিল আ মকিংবার্ড বইটির লেখক কে?
হার্পার লি
৩.বিখ্যাত শিল্পকর্ম ‛মোনালিসা’ কে এঁকেছেন?
লিওনার্দো দা ভিঞ্চি
৪.টেলিফোনের উদ্ভাবক কে?
আলেকজান্ডার গ্রাহাম বেল
৫. ‛রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি কে রচনা করেন?
উইলিয়াম শেক্সপিয়র।
৬.চীনের মুদ্রা কি?
চীনা ইউয়ান (রেনমিনবি)
৭.মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন?
স্যার আইজ্যাক নিউটন।
৮.পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
সাহারা মরুভূমি।
৯.কোন দেশকে ‛মধ্যরাতের সূর্যের দেশ’ বলা হয়?
নরওয়ে।
১০. কোন গাছ বাড়িতে লাগালে সাপ আসে না?
সাপ তাড়ানোর জন্য সর্পগন্ধা নামে একটি গাছ লাগানো হয়। এই গাছটিকে সাপের শত্রু হিসাবে বলা হয়। সাপ কখনও এই গাছের কাছাকাছি আসে না। এমনকি সাপের কামড়েরও ভয়ও থাকবে না।
তাহলে জেনে গেলেন নিশ্চই কি কি প্রশ্ন করা হয়।